Advertisment

Rahul Gandhi: ফের বাংলায় রাহুল গান্ধী, ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে চাঙ্গা কংগ্রেস

Bharat Jodo Nyay Yatra: এবার বাংলায় রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়া ন্যায় যাত্রা। উত্তরবঙ্গ দিয়ে এরাজ্যে শুরু গান্ধীর এই মেগা কর্মসূচি। দলের শীর্ষ নেতার এই হাইভোল্টেজ কর্মসূচিকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসও বেশ চাঙ্গা। রাজ্যের শাসকদল তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হওয়ার আবেদন জানিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi Jalpaiguri Siliguri Congress Bharat Jodo Nyay Yatra, রাহুল গান্ধী কংগ্রেস জলপাইগুড়ি শিলিগুড়ি ভারত জোড়ো ন্যায় যাত্রা

Rahul Gandhi: বঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা।

Bharat Jodo Nyay Yatra: দু'দিন বিশ্রামের পর ফের উত্তরবঙ্গে রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra) অংশ নিতেই বঙ্গ সফরে সোনিয়া-তনয়। জলপাইগুড়িতে ঠাসা কর্মসূচি সেরে আজই রওনা শিলিগুড়িতে (Siliguri)। সেখানে পদযাত্রা-প্রকাশ্য সভায় প্রধান বক্তা কংগ্রেস সাংসদ রাহুল। এদিকে, গতকাল ধূপগুড়ির পর আজ জলপাইগুড়ি শহরেও রাহুল গান্ধীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।

Advertisment

রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড় থেকে শুরু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কদমতলা চক পর্যন্ত পদযাত্রা শেষে বাসে শিলিগুড়িতে রওনা কংগ্রেস সাংসদের।

বিকেলে শিলিগুড়িতেও এক পর্বে চলবে পদযাত্রা। শিলিগুড়ির থানার মোড় থেকে শুরু হবে রাহুল গান্ধীর পদযাত্রা, তারপর হবে প্রকাশ্য জনসভা।

আরও পড়ুন- TMC: ‘আগে খেতে পেত না, এখন দু-তিন তলা বাড়ি’, TMC বিধায়কের রোষে দলেরই কাউন্সিলররা

এদিকে, জলপাইগুড়িতে এদিন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রাকে ঘিরে কংগ্রেস (Congress) কর্মী-সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। এর মধ্যে পাহাড়পুরে ভারত জোড়ো ন্যায়যাত্রার বিশেষ বাস আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পাহাড়পুর মোড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার বাস ঢুকতেই পুলিশ আটকে দেয় বলে অভিযোগ কংগ্রেসের।

CONGRESS rahul gandhi bharat jodo nyay yatra
Advertisment