Advertisment

Rahul Gandhi’s first comment on Kolkata’s RG Kar doctor’s rape-murder: 'বিচারের পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা', মমতার বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে রাহুল

আরজি কর জুনিয়র চিকিৎসককে ধর্ষণ-হত্যা নিয়ে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

author-image
IE Bangla Web Desk
New Update
"Congress Leader rahul gandhi, rahul gandhi, Kolkata RG Kar rape murder case, CBI, Sanjoy Roy medical checkup, Kolkata, Kolkata News, who is sandip ghosh, national medical college, RGKar hospital, rape and murder case, nirbhaya case, nirbhaya 2.0 case, physical harrasment, msvp health, cbi enquiry, west bengal, mamata banerjee

আরজি কর জুনিয়র চিকিৎসককে ধর্ষণ-হত্যা নিয়ে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

Rahul Gandhi: 'বিচারের পরিবর্তে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা'…আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ-হত্যা নিয়ে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

Advertisment

আরজি কর (RG Kar Case) মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার ১৪ আগস্ট, কলকাতা সহ জেলায় জেলায় ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসক হত্যার আঁচ পড়েছে ভিন রাজ্যেও। তরুণী চিকিৎসকের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এবার এনিয়ে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, 'কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় গোটা দেশ হতবাক। অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল এবং স্থানীয় প্রশাসনের উপর গুরুতর প্রশ্ন তুলেছে। নির্যাতিতার পরিবারকে যেকোনো মূল্যে বিচার পেতে হবে'।

আরজি কর হাসপাতালে ধর্ষণের ঘটনায় হতাশা প্রকাশ করে লোকসভার বিরোধীদল নেতা রাহুল গান্ধী বলেছেন,'এই ধরনের ঘটনা চিকিৎসক সমাজ ও নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করছে। তিনি আরও বলেন, 'এই মামলায় আসামিদের বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের ওপরও গুরুতর প্রশ্ন তুলেছে'।

আরও পড়ুন - < kolkata Metro: রাজপথের দখল নেবেন মহিলারা, পাশে থাকার বার্তা দিয়ে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর >

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তার দীর্ঘ পোস্টে বলেছেন, “কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় গোটা দেশ হতবাক। শিক্ষানবিশ চিকিৎসকের বিরুদ্ধে যেভাবে নিষ্ঠুর ও অমানবিক কর্মকাণ্ডের ঘটনা সামনে আসছে তাতে চিকিৎসক সমাজ ও নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। ন্যায়বিচারের পরিবর্তে মূল অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা একটি গুরুতর বিষয়"। স্থানীয় প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ।

তিনি আরও উল্লেখ করেছেন, এই ঘটনা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করেছে যে, মেডিকেল কলেজের মতো জায়গায় যদি চিকিৎসকরা নিরাপদ না থাকে, তাহলে অভিভাবকরা কিসের ভিত্তিতে তাদের মেয়েদের পড়াশোনার ওপর আস্থা রাখবেন? নির্ভয়া মামলার পর তৈরি হওয়া কঠোর আইনও কেন এই ধরনের অপরাধ বন্ধ করতে কেন ব্যর্থ?

'আমি নির্যাতিতার পরিবারের সঙ্গে আছি'।

দেশে ধর্ষণ ও মহিলাদের উপর ক্রমবর্ধমান ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করে, রাহুল গান্ধী তাঁর পোস্টে বলেছেন, 'হাতরাস থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা পর্যন্ত,দল মত নির্বিশেষে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের ঘটনা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, “এই চরম খারাপ সময়ে আমি নিহতের পরিবারের পাশে আছি। তাদের প্রতিটি পরিস্থিতিতে ন্যায়বিচার পাওয়া উচিত এবং দোষীদের এমন শাস্তি হওয়া উচিত যা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে'।

rahul gandhi RGKar medical college &amp; hospital Doctors Death
Advertisment