Advertisment

Diamond Harbour: ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ, ভোর থেকেই স্তব্ধ শিয়ালদা দক্ষিণ শাখার পরিষেবা

Diamond Harbour Rail Blockade: ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধের যেরে সকাল থেকেই বন্ধ ডায়মন্ড হারবার-শিয়ালদা শাখার ট্রেন চলাচল। সাধারণ ট্রেন যাত্রীদের দাবি, ডায়মন্ড হারবার-শিয়ালদা শাখায় ট্রেন স্বাভাবিক সময়ের থেকে অনেক লেটে চলছে। যে কারণে তাঁরা সঠিক সময় তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কখনও বা অফিসে লেট হয়ে যাচ্ছে তাঁদের। যে কারণে সকাল থেকেই ডায়মন্ড হারবারে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন নিত্যযাত্রীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Eastern Railway, Diamond Harbour Station, rail blockade

Rail Blockade: ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধের যেরে সকাল থেকেই বন্ধ ডায়মন্ড হারবার-শিয়ালদা শাখার ট্রেন চলাচল।

Diamond Harbour Rail Blockade: ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধের যেরে সকাল থেকেই বন্ধ ডায়মন্ড হারবার-শিয়ালদা শাখার ট্রেন চলাচল। সাধারণ ট্রেন যাত্রীদের দাবি, ডায়মন্ড হারবার-শিয়ালদা শাখায় ট্রেন স্বাভাবিক সময়ের থেকে অনেক লেটে চলছে। যে কারণে তাঁরা সঠিক সময় তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কখনও বা অফিসে লেট হয়ে যাচ্ছে তাঁদের। যে কারণে সকাল থেকেই ডায়মন্ড হারবারে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন নিত্যযাত্রীরা।

Advertisment

অভিযোগ, প্রতিদিন ১-২ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন। ট্রেন সময়ে চালানোর দাবিতে ভোর থেকে ডায়মন্ড হারবার স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। ডায়মন্ড হারবার প্রান্তিক স্টেশন হওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ভোরের ট্রেন দেরিতে ছাড়ছে। ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে। প্রতিবাদে আজ ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। GRP ও রেল কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করলেও, যাত্রীরা অনড়।

উল্লেখ্য, গত রবিবার সুভাষগ্রাম স্টেশনে শিয়ালদা থেকে ডাউন ডায়মন্ড হারবার লোকালে যান্ত্রিক গোলযোগ হয়। ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখে চিৎকার শুরু করেন যাত্রীরা। ট্রেন দাঁড়িয়ে যায়। আধিকারিকরা এসে সমস্যা সমাধানের চেষ্টা করেন। তার জেরে ডাউন লাইনে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। এই অবস্থা কয়েক ঘণ্টা চলে। অনেক দেরিতে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

আরও পড়ুন Jharkhand Train Accident: ট্রেন দুর্ঘটনার মুহূর্ত পরেই বাড়িতে ভিডিওকল! হাড়হিম আতঙ্ক কাটছেই না পরিজনদের

নিত্যযাত্রীদের অভিযোগ, কখনও ট্রেন খারাপ, কখনও সিগন্যালিংয়ে সমস্যা আবার কখনও কোনও কারণ ছাড়াই ট্রেন দেরিতে চলে এই ডায়মন্ড হারবার শাখায়। এদিন সহ্যের বাঁধ ভাঙে যাত্রীদের। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ডায়মন্ড হারবার শাখায় পুরোপুরি স্তব্ধ ট্রেন চলাচল।

West Bengal Rail Blockade Eastern Railway Diamond Harbour
Advertisment