বকেয়া আদায়ে এবার দিল্লিতে কেন্দ্র বিরোধী ধর্না কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। যার নেতৃত্ব দেবেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের রাজধানীতে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালানোর জন্য রেলের কাছে আর্জি জানিয়েছিল বাংলার শাসক দল। জানা গিয়েছে, শনিবার সকাল ৮ টায় এই স্পেশাল ট্রেন ছাড়ার কথা ছিল। দিল্লির বুকে ঝড় তুলতে ইতিমধ্যেই শহরে ভিড় জমিয়েছেন বহু তৃণমূল কর্মী, সমর্থক। তাঁদের ওই ট্রেনে দিল্লি যাওয়ার কথা। কিন্তু শুক্রবার, রেলের তরফে জানানো হয়েছে যে, রাজধানীমুখী শনিবার সকালের বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে!
বিশেষ ট্রেন বাতিলের খবর জানাজানি হতেই এক্সবার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'পূর্বরেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের জন্য আমাদের আবেদন খারিজ করে দিল। এভাবে বাংলার মানুষের কণ্ঠরোধ করা যাবে না। বাংলার মানুষ যাতে তাঁদের প্রাপ্য পায় তা দেখার অঙ্গীকার করেছি আমরা। এই ধরণের পদক্ষেপ করে আমাদের টলানো যাবে না। ন্যায়ের দাবিতে আমাদের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছবেই। কোনও পরিস্থিতিতেই আমাদের রোখা যাবে না। পশ্চিমবঙ্গবাসীর সামনে তাদের এই ভীরুতা দেখতে ভাল লাগে।'
ট্রেন বাতিলের খবর জানার পরেই ট্যুইট করে রেলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পূর্বরেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের জন্য আমাদের আবেদন খারিজ করে দিল। এভাবে বাংলার মানুষের কণ্ঠরোধ করা যাবে না। বাংলার মানুষ যাতে তাঁদের প্রাপ্য পায় তা দেখার অঙ্গীকার করেছি আমরা। এই ধরণের পদক্ষেপ করে আমাদের টলানো যাবে না। ন্যায়ের দাবিতে আমাদের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছবেই। কোনও পরিস্থিতিতেই আমাদের রোখা যাবে না।”
একশো দিনের কাজ, আবাস যোজনা প্রকল্পে বাংলার বকেয়া আদায়ে ২ অক্টোবর দিল্লিতে কেন্দ্র বিরোধী ধর্নার ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অর্থাৎ আর দু’দিন পরই রাজধানীতে তৃণমূলের মেগা ধর্না কর্মসূচি হবে। প্রস্তুতি জোরকদমে চলছে। তৃণমূল সূত্রে খবর, দিল্লিতে পৌঁছে গিয়েছে বাংলার বঞ্চিত ৫০ লক্ষ 'গরিব' মানুষের চিঠি। ধরর্নায় যোগ দিতে ১লা অক্টোবরের মধ্যে দিল্লিতে পৌঁছনোর কথা তৃণমূল কর্মীদের। এঁদের মধ্যে বহুজন কলকাতায় এসে গিয়েছেন। শনিবার সকাল ৮টায় হাওড়া থেকে বিশেষ ট্রেনে তাঁদের দিল্লিতে যাওয়ার ব্যবস্থা ছিল বলে দাবি জোড়-ফুল নেতৃত্বের।
তবে, এ দিন রেলের ঘোষণার পর অস্বস্তি বাড়ল তৃণমূলের। কীভাবে ধর্নায় যোগ দেওয়ানোর জন্য দলীয় কর্মীদের দিল্লিতে নিয়ে যাওয়া হয় এখন সেদিকেই নজর।
আরও পড়ুন- নিয়োগ মামলা: ইডির তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ বিচারপতি অমৃতা সিনহার