চলন্ত ট্রেন থেকে উধাও গার্ড। ট্রেন থেকে সোজা অজয় নদে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব রেল ঘটনাটির তদন্ত শুরু করছে। স্পেশাল ট্রেনের এই গার্ড পড়ে যাওয়ায় হতবাক রেলের আধিকারিক থেকে কর্মীরা। রহস্য ক্রমশ ঘণীভূত হচ্ছে।
রবিবার সাতসকালে বর্ধমান-রামপুরহাট শাখায় ভেদিয়া রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে অজয় নদ-এ পড়ে যায় গার্ড। ঘটনায় ওই গার্ডের মৃত্যু হয়। এই ঘটনা কী করে ঘটল? আদৌ এটা নিছক দুর্ঘটনা? কেউ তাঁকে নীচে ফেলে দেয়নি তো? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনাস্থলে ছুটেছেন রেলের উচ্চ আধিকারিকরা। তাঁরা বিষয়টা খুঁটিয়ে দেখছেন। এই ঘটনার পর দীর্ঘ সময় ওই ট্রেনটি লাইনে দাড়িয়ে থাকে।
ট্রেন থেকে গার্ডের নদীতে পড়ে মৃত্যু, এই ঘটনা অবাক করেছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তীকেও। তিনি বলেন, "কী কারণে গার্ড পড়ে গিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। ট্রেনটি ছিল প্যাট্রল স্পেশাল, রামপুরহাট থেকে বর্ধমান যাচ্ছিল। মেইনটেনেন্স ও প্যাট্রলিংয়ের কর্মীরা এই ট্রেনে যাতায়াত করেন।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন