Advertisment

'সুপার-ডুপার হিট' হাওড়া-এনজেপি বন্দে ভারত, ভাঁড়ার উপচে আয় রেলের

উত্তরবঙ্গগামী যাত্রীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বন্দে ভারতের স্বপ্নের সফর।

author-image
IE Bangla Web Desk
New Update
Rail happy with huge response of passengers on Howrah-New Jalpaiguri Vande Bharat Express

বন্দে ভারত এক্সপ্রেস।

কেন্দ্রের মোদী সরকারের স্বপ্নের প্রকল্প বন্দে ভারত। দেশের একাধিক রাজ্যে ছুটছে সেমি হাইস্পিড এই ট্রেন। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন ইতিমধ্যেই যাত্রীদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। উত্তরবঙ্গগামী যাত্রীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বন্দে ভারতের স্বপ্নের সফর।

Advertisment

এক কথায় রাজ্যে-রাজ্যে সাড়া ফেলে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এরাজ্যে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ছুটছে তুফানি গতির এই ট্রেন। যাত্রা শুরুর পর থেকে হাওড়া-এনজেপি বন্দে ভারত রেলের ভাঁড়ারে উপচে পড়া আয় এনে দিচ্ছে। কাতারে-কাতারে যাত্রী উত্তরবঙ্গ ভ্রমণের জন্য বিদ্যুৎ গতির এই ট্রেনটিকেই সবচেয়ে বেশি পছন্দ করছেন।

বন্দে ভারতের এই বিপুল জনপ্রিয়তায় অভিভূত রেলও। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, দার্জিলিং এবং ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে উৎসাহীরা তাঁদের গন্তব্যে পৌঁছোতে হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসকে পছন্দ করছেন। এই ট্রেনের আরামদায়ক প্যাকেজও তাঁরা বেশ উপভোগ করছেন। তিনি আরও জানিয়েছেন, ২২৩০১ আপ হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস গত ফেব্রুয়ারি মাস থেকে গত এপ্রিল মাস পর্যন্ত মাত্র তিন মাসের মধ্যেই ১০০ শতাংশ আসন বুকিং-সহ ৭৬টি ট্রিপ করেছে।

আরও পড়ুন- কেরলে বর্ষার ঢোকা নিয়ে বিরাট আপডেট মৌসম ভবনের! বাংলার কপালে কী আছে?

একইভাবে, ২২৩০২ ডাউন নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ১.২.২০২৩ থেকে ৩০.৪.২০২৩ পর্যন্ত ১০০ শতাংশ আসন বুকিং পেয়েছে। এইভাবে বন্দে ভারত এক্সপ্রেস চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসেই ২৫,৬১,৯৭,০৩৬ টাকা আয় করেছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আরও জানিয়েছেন, হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা পর্যটকরা দারুণভাবে উপভোগ করছেন। যাত্রীদের কাছ থেকে এই সাডা় পেয়ে রেলও অভিভূত।

north bengal tourism Eastern Railway Vande Bharat Howrah NJP Vande Bharat
Advertisment