Advertisment

সপ্তাহের প্রথম দিনে দুর্বিষহ দুর্ভোগ! রেল অবরোধে নাকাল যাত্রীরা

সপ্তাহের প্রথম কাজের দিনে চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
rail roko at barrackpore

প্রতীকি ছবি।

সপ্তাহের প্রথম কাজের দিনে চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা। শিয়ালদহ-কৃষ্ণনগর মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ। ব্যারাকপুরে রেল অবরোধের জেরে বন্ধ ট্রেন চলাচল। সপ্তাহের শুরুতেই এই ট্রেন বন্ধের জেরে নিত্যযাত্রীরা ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।

Advertisment

সপ্তাহের প্রথম দিনেই রেল অবরোধ। ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধে নাগরিক প্রতচিরোধ মঞ্চ। জানা গিয়েছে, ফুট ওভারব্রিজ সম্প্রসারণের দাবিতেই এই অবরোধ। ফি দিন ব্যারাকপুর স্টেশন থেকে বহু নিত্যযাত্রী কলকাতা ও শহরতলির উদ্দেশে রওনা দেন। হুগলি জেলার একটি বড় অংশের বাসিন্দা ব্যারাকপুর স্টেশশন থেকেই কলকাতার দিকে যান। কাজের দিনে সকাল থেকে রেল অবরোধের জেরে তাঁরা চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন।

আরও পড়ুন- ‘২৪-এ বিজেপিকে দুরমুশে ‘মাস্টারপ্ল্যান’, আজই বেঙ্গালুরুতে মমতা-অভিষেক

ব্যারাকপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত একটি ফুট ওভারব্রিজ রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ফুট ওভারব্রিজটি ১ নম্বর প্ল্যাাটফর্ম পর্যন্ত সম্প্রসারণের দাবি করে চলেছেন নিত্যযাত্রীরা। যদিও রেলের তরফে এব্যাপারে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাঁদের।

সোমবার সকালে নাগরিক প্রতিরোধ মঞ্চের ব্যানারে রেলযাত্রীদের একাংশ ব্যারাকপুর স্টেশনে অবরোধ শুরু করেন। সপ্তাহের প্রথম দিনে এই অবরোধের জেরে চরম বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

এদিন ব্যারাকপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ শুরুর পরে তাঁরা স্টেশন মাস্টারের অফিসে গিয়েো বিক্ষোভ দেখান। পরে ব্যারাকপুর স্টেশন সংলগ্ন রেলগেটে শুরু হয় অবরোধ। অবরোধের জেরে আটকে পড়ে ট্রেন। শিয়ালদহ-কৃষ্ণনগর মেন লাইনে সব ট্রেন চলাচল সকাল থেকে বন্ধ। চরম দুর্ভোগের শিকার যাত্রীরা।

Rail Roko West Bengal Barrackpore North 24 Pargana
Advertisment