/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/local-train.jpg)
ফাইল ছবি
Local Train Time: ঘোষণা রবিবার হয়ে গিয়েছে। সোমবার থেকে সন্ধ্যা ৭টার পর চলবে না লোকাল ট্রেন। আগামি ১৫ জানুয়ারি অবধি কার্যকর এই বিধি। এবার নবান্নের জারি করা সেই নির্দেশিকা মেনে পদক্ষেপ করল পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল। এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘পূর্ব রেল নতুন কোনও টাইম টেবিল তৈরি করেনি। রবিবার যে টাইম টেবিলে ট্রেন চলেছে, সোমবার থেকে একই টাইম টেবিলে ট্রেন চলবে। শুধু সন্ধ্যা ৭টার পর ছাড়বে না কোনও ট্রেন। তবে যে ট্রেন ৬.৫৫-তে শিয়ালদহ ছেড়ে বেরোবে, সেই যত সময় লাগুক গন্তব্য স্টেশনে পৌঁছবে। শিয়ালদহগামী ট্রেনের জন্য একই নিয়ম প্রযোজ্য।‘
হাওড়া
হাওড়া-বর্ধমান লোকাল- ৬:৫৭
হাওড়া-ব্যান্ডেল লোকাল- ৬:৪৫
হাওড়া-ব্যান্ডেল লোকাল (মাতৃভূমি)- ৬:৫৫
হাওড়া-কাটোয়া লোকাল- ৬:১০
হাওড়া-গোঘাট লোকাল -৬:৪০
হাওড়া-মেদিনীপুর লোকাল (ভায়া খড়্গপুর)- ৬:৪০
হাওড়া-খড়্গপুর লোকাল (মাতৃভূমি)- ৬:৫০
হাওড়া-হলদিয়া লোকাল- ৬:০০
হাওড়া-বর্ধমান লোকাল (গ্যালপিং)- ৭:০০
শিয়ালদহ:
শিয়ালদহ-বজবজ লোকাল- ৬:২৫
শিয়ালদহ-বারুইপুর লোকাল- ৬:৫৫
শিয়ালদহ-ডায়মন্ডহারবার লোকাল- ৬:৪৫
শিয়ালদহ-ক্যানিং লোকাল- ৬:৩৮
শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল- ৬:৫৫
শিয়ালদহ-বনগাঁ লোকাল- ৬:৫৭
শিয়ালদহ-গেদে লোকাল- ৬:২০
শিয়ালদহ-হাসনাবাদ লোকাল- ৬:০০
শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল- ৬:৪৩
শিয়ালদহ-শান্তিপুর লোকাল- ৬:৫০
শিয়ালদহ-ডানকুনি লোকাল- ৬:০৮
অর্থাৎ ৭টার আগে কোনও ট্রেন ছাড়লে সেটা সন্ধ্যা ৭টার পর মাঝপথে দাঁড়িয়ে যাবে না। বরং সময় নিয়েই গন্তব্যে পৌঁছবে। একইভাবে কৃষ্ণনগর, বনগাঁ, বর্ধমান, ব্যান্ডেল হাসনাবাদ থেকে আসা ট্রেন ৭টার আগে স্টেশন ছাড়লেও, যত সময় লাগুক সেটা শিয়ালদহ পৌঁছবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, পূর্ব রেল হাওড়া থেকেও লোকাল ট্রেনে পরিষেবা দেয়। সেই ট্রেনগুলো এই নিয়ম মেনে চলবে।
তবে হাওড়াকে টার্মিনাল স্টেশন করে পরিষেবা দেওয়া দক্ষিণ-পূর্ব রেল অন্য পরিকল্পনা নিয়েছে। তারা ট্রেনের টাইম টেবিল এমন ভাবে সাজিয়েছে যাতে হাওড়াগামী সব ট্রেন ৭টা বা তার আগেই গন্তব্যে পৌঁছয়। একই ভাবে হাওড়া থেকে ছেড়ে ৭টার মধ্যেই গন্তব্য স্টেশনে ঢুকতে পারে। অর্থাৎ খড়পুর, মেদিনীপুর, পাশকুড়া, মেচেদা থেকে ট্রেন এমনভাবে ছাড়বে যাতে সেই ট্রেনগুলো ৭টার মধ্যেই হাওড়া ঢোকে। একই সময় ধরে হাওড়া থেকে ছেড়ে ৭টার মধ্যেই খড়গপুর, পাশকুড়া, মেচেদা পৌঁছবে। এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের একটি সূত্র।
এদিকে,হু হু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। গতকালের চেয়ে আজ দৈনিক সংক্রমণ বেড়েছে ৬ হাজারেরও বেশি। চিন্তা বাড়চ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনও। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭০০। এই আবহে আজ থেকেই দেশজুড়ে শুরু ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ।
লাগামহীন সংক্রম দেশে। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে দেশজুড় করোনা আক্রান্ত হচ্ছেন। রাজ্যে-রাজ্যে সংক্রমণের বিদ্যুৎ গতি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩৩ হাজার ৭৫০ জন। একদিনে দেশে করেনায় মৃত্যু ১২৩ জনের।
সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৮৪৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭ জন করোনামুক্ত হয়েছেন। এই মহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২।
রবিবার পর্যন্ত দেশে ১৪৫ কোটি ৬৮ লক্ষ ৮৯ হাজার ৩০৬টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। একাধিক রাজ্যে স্কুলগুলি শিশুদের টিকাকরণে মুখ্য ভূমিকা নিচ্ছে। কোইউইন অ্যাপে নাম নথিভুক্ত করে টিকাকরণের শ্লট বুক করতে হচ্ছে। তবে সরাসরি টিকাকেন্দ্রে গিয়েও থাকছে টিকগ্রহণের সুযোগ। স্কুলগুলিতে টিকাকরণ শিবির খোলা হয়েছে। নাম রেজিস্ট্রেশনের পর স্কুল থেকেই টিকা নিচ্ছে ছাত্রছাত্রীরা।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন