RRB Group D Recruitment 2025, Railway Recruitment: রেলের ৩২ হাজার শূণ্যপদে এক কোটির বেশি আবেদন, বাংলা থেকে কতজন?

RRB Group D Recruitment 2025, Railway Recruitment: দেশে বেকারত্ব আকাশছোঁয়া। বারে বারে এনিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা। সম্প্রতি ভারতীয় রেল গ্রুপ D পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। মাত্র ৩২ হাজার শূন্যপদে ১ কোটি ৮ লক্ষেরও বেশি প্রার্থীর আবেদন জমা পড়ে।

RRB Group D Recruitment 2025, Railway Recruitment: দেশে বেকারত্ব আকাশছোঁয়া। বারে বারে এনিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা। সম্প্রতি ভারতীয় রেল গ্রুপ D পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। মাত্র ৩২ হাজার শূন্যপদে ১ কোটি ৮ লক্ষেরও বেশি প্রার্থীর আবেদন জমা পড়ে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RRB Group D Recruitment 2025, Railway Recruitment

রেলের ৩২ হাজারে শূণ্যপদে এক কোটির বেশি আবেদন, বাংলার পরিসংখ্যান জানলে চমকে যাবেন

RRB Group D Recruitment 2025, Railway Recruitment: দেশে বেকারত্ব আকাশছোঁয়া। বারে বারে এনিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা। সম্প্রতি ভারতীয় রেল গ্রুপ D পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। মাত্র ৩২ হাজার শূন্যপদে ১ কোটি ৮ লক্ষেরও বেশি প্রার্থীর  আবেদন জমা পড়ে। যেখানে গড়ে একটি আসনের জন্য ৩০০ জনের বেশি যোগ্য প্রার্থী আবেদন করেছেন। 

ভারতীয় রেলের গ্রুপ ডি পদে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড-IV, পয়েন্টসম্যান এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (বৈদ্যুতিক, যান্ত্রিক, সিগন্যাল এবং টেলিযোগাযোগ বিভাগে) লেভেল ১ পদে নিয়োগ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। মোট ৩২,৪৩৮টি শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এক্সিলেন্ট পারফরমেন্স, টপ ফিচার, অবাক করা ডিজাইন! সেরা ৫ ল্যাপটপেই এখন বিরাট ছাড়

সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে মুম্বই থেকে।  ১৫.৫৯ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে বাণিজ্যনগরী থেকে। এর পর রয়েছে চণ্ডীগড়। সেখান থেকে আবেদন করেছেন (১১.৬০ লক্ষ), চেন্নাই থেকে মোট (১১.১২ লক্ষ) প্রার্থী আবেদন করেছেন। সেকেন্দ্রাবাদ থেকে আবেদন করেছেন এমন প্রার্থীর সংখ্যা (৯.৬০ লক্ষ)।  প্রয়াগরাজ থেকে আবেদন করেছেন (৮.৬১ লক্ষ)। বাংলা থেকে কত জন আবেদন করেছেন দেখুন তালিকা। 

RRB কোথা থেকে কতগুলি আবেদনপত্র পেয়েছে?

শহরআবেদন নম্বর
আহমেদাবাদ৬,৩৯,২৬৯
আজমির৩,৫৯,৪০৯
বেঙ্গালুরু২,৭৫,৩০৭
ভোপাল৪,৫১,০৯৬
ভুবনেশ্বর২,৬৫,৮৪০
বিলাসপুর৪,৩২,৮৯৭
চণ্ডীগড়১১,৬০,৪০৪
চেন্নাই১১,১২,৯২২
গোরখপুর৩,৬২,০৯২
গুয়াহাটি১০,৭২,৮৪১
কলকাতা৭,৯৩,৫৭২
মুম্বাই১৫,৫৯,১০০
পাটনা৩,৩৩,৯৭২
প্রয়াগরাজ৮,৬১,৬৬৬
রাঁচি১,৮১,৩৩৯
সেকেন্দ্রাবাদ৯,৬০,৬৯৭
মোট১,০৮,২২,৪২৩
Advertisment

বেকারত্ব নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে গত বছর পরিসংখ্যান অনুসারে ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর বেকারত্বের হার রেকর্ড সর্বনিম্ন ৬.৪%-এ নেমে এসেছে। তা সত্ত্বেও এই পরিসংখ্যান কপালে ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের। 

Indian Rail job