দিঘা যাওয়ার প্ল্যান থাকলে মিলছে ভরপুর সুবিধা। আজ অর্থাৎ ২ সেপ্টেম্বর এবং আগামী ৯ সেপ্টেম্বর সাঁতরাগাছি থেকে দিঘা পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হবে। বিশেষ এই ট্রেন সাঁতরাগাছি থেকে রাত ঠিক ক'টা নাগাদ ছেড়ে কখন দিঘায় পৌঁছবে তা জানার আগ্রহ তুঙ্গে পর্যটকদের। এই প্রতিবেদনে সেব্যাপারেই বিস্তারিত তথ্য মিলবে।
এই সময়টায় দিঘায় পর্যটকদের চাপ বেড়েছে। সেই চাপ সামলাতেই এবার দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে বাড়তি ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাঁতরাগাছি-দিঘা লাইনে চলবে এই স্পেশাল ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, ০৮০৫৭ বিশেষ ট্রেনটি ২ সেপ্টেম্বর অর্থাৎ আজ এবং আগামী ৯ সেপ্টেম্বর সাঁতরাগাছি স্টেশন থেকে রাত ১১.৪৫ মিনিটে দিঘার উদ্দেশে ছেড়ে যাবে।
সেই ট্রেনতি দিঘায় পৌঁছবে পরের দিন ভোর সাড়ে তিনটেয়। অর্থাৎ, ২ সেপ্টেম্বর সাঁতরাগাছি থেকে দিঘাগামী স্পেশাল ট্রেন ছেড়ে গিয়ে পরের দিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর ভোর সাড়ে তিনটেয় দিঘায় পৌঁছোবে। অন্যদিকে, একইভাবে আগামী ৯ সেপ্টেম্বরও রাত ১১.৪৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ট্রেনটি ছেড়ে পরের দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে তিনটেয় দিঘায় পৌঁছোবে।
আরও পড়ুন- আরও রঙিন হবে কলকাতা! বাংলার সঙ্গে বিরাট সম্পর্ক তৈরিতে প্রবল উদ্যমী মাদারের দেশ!
উল্টোরুটে দিঘা থেকে আগামী ৩ ও ১০ সেপ্টেম্বর সাঁতরাগাছি পর্যন্ত ০৮০৫৮ বিশেষ ট্রেন চালানো হবে । আগামিকাল অর্থাৎ ৩ সেপ্টেম্বর দিঘা থেকে সাঁতরাগাছির উদ্দেশে স্পেশাল ওই ট্রেন ছাড়বে সকাল ৮টায়। ট্রেনটি সাঁতরাগাছিতে পৌঁছে যাবে ওই দিনই বেলা ১২টা ১০ মিনিটে। আগামী ১০ সেপ্টেম্বর দিঘা থেকে স্পেশাল ট্রেন ওই একই সময়ে ছেড়ে সাঁতরাগাছিতে ঢুকবে সেই বেলা ১২টা ১০ মিনিটে।
আরও পড়ুন- ইন্ডিয়া জোটের বৈঠক, ‘তিতিবিরক্ত’ মমতা! কেন অভিষেককে নিয়ে তড়িঘড়ি ধরলেন কলকাতার বিমান?
বিশেষ এই ট্রেনে একটি এসি-৩ টায়ার, ১০টি স্লিপার ক্লাস, দুটি জেনারেল সেকেন্ড ক্লাস এবং একটি সেকেন্ড ক্লাস চেয়ার-কার কোচ থাকবে। ট্রেনটি উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ এবং কাঁথিতে থামবে।