RAILWAYS LAUNCHES TICKET AWARENESS DRIVE: ট্রেনে ভ্রমণ করছেন বিনা টিকিটে? সাবধান মাত্র ৫টাকা বা ১০টাকা টিকিট ভাড়ার জন্য আপনাকে দিতে হতে পারে কমপক্ষে ৫০ গুণ ভাড়া। যাত্রী সচেতনতা ছড়াতে আগামী কয়েকদিন ধুঁয়াধার চেকিংয়ে নামছে রেল।
পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন ব্যান্ডেল, শিয়ালদহ, বর্ধমান, দুর্গাপুর, হাওড়া, আসানসোল সহ বিস্তৃর্ণ অংশ জুড়ে টিকিট চেকিং অভিযান শুরু করতে চলেছে। মূলত যাত্রীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেলওয়ে। তবে এই অভিযান চলাকালীন আপনি যদি কোনভাবে বিনা টিকিটে ধরা পড়েন আপনাকে ৫০ থেকে ৬০ গুণ জরিমানা গুণতে হবে।
পূর্ব রেলওয়ে জানিয়েছে, মানুষ যে দূরত্ব মাত্র ৫ টাকায় অতিক্রম করেন সেই দূরত্ব বাস, অটো বা অন্য কোন উপায়ে যেতে একজন মানুষের তার চেয়ে কমপক্ষে ১০ গুণ খরচ হয়। তা জানা সত্ত্বেও মানুষ অনেক সময় সেই ন্যুনতম মূল্যটুকু দিতে রাজি থাকেন না অথচ তারা রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতেই এমন চেকিং অভিযানে নামছে রেল। তাই ট্রেনে ওঠার আগে একবার আপনার টিকিট বা মান্থলি টা ভাল করে দেখে তবেই ট্রেনে উঠুন।