Advertisment

Bengal Weather Update: আর কয়েক ঘণ্টাতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কাঁপানো বদল! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

West Bengal Weather Report: উত্তরবঙ্গের জেলাগুলিতে তেড়ে বৃষ্টি চলছে। আজও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙেও।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় খবর!

Bengal Weather Forecast: মুহূর্তেই বদলে যাবে আবহাওয়া, নামতে শুরু করবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে জ্বালাপোড়া গরম থেকে মুক্তি আর মাত্র কয়েক দিনেই। তার ইঙ্গিত রবিবার বিকেল থেকেই মিলতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Advertisment

ঝেঁপে বৃষ্টি চলছে রাজ্যের উত্তর প্রান্তে। আজ রবিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে জ্বালাপোড়া গরমে এখনও সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রবিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাওয়া বদলের শুরু।

রবিবার সন্ধে নাগাদ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি জেলায় থাকতে পারে ঝড়ো হাওয়া দাপটও। এই পরিস্থিতির হাত ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়ার পরশ মিলতে পারে। স্বস্তি মিলতে পারে অসহনীয় গরমের গ্রাস থেকে।

আরও পড়ুন- Suvendu Adhikari-BJP: শুভেন্দুর হল কী? দিলীপরা কথা সারলেও কোর কমিটির বৈঠকে গেলেনই না বিরোধী দলনেতা

আগামিকাল অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা কমতে শুরু করবে। সোমবারেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মঙ্গলবার থেকে। বৃষ্টি চলবে শহর কলকাতাতেও।

আরও পড়ুন- Indian Railways: যাত্রী স্বার্থে আরও এক অভূতপূর্ব ‘উপহার’ রেলের! দুরন্ত তৎপরতার প্রশংসার ঝড়!

মোটের উপর মৌসম ভবন জানিয়েছে, আগামী দিন চারেকের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের বাকি অংশের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ঢুকে পড়বে। সুতরাং দক্ষিণবঙ্গে এবার বর্ষার প্রবেশ সময়ের অপেক্ষা মাত্র।

আরও পড়ুন- Adhir Chowdhury: ভোটে হারলেও হাইকম্যান্ডের আস্থা অধীরেই! ‘বিরাট’ দায়িত্ব পেতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তেড়ে বৃষ্টি চলছে। আজও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙেও।

Weather Report weather update Rainfall in Bengal Weather Forecast Bengal Weather Forecast
Advertisment