/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/ie-NH08MonsoonRain05-1.jpeg)
আজ কলকাতায় বৃষ্টি হবে?
পারদের বৃদ্ধি আটকেছে। তবে গরম পুরোপুরি কমেনি। বৃষ্টির আশায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এই পরিস্থিতিতে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বভাস, আজ, বুধবার তুমুল ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এছাড়া, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। আগামী পাঁচ দিন মুষলধারে বৃষ্টিতে ভিজবে পাহাড় সংলগ্ন জেলাগুলো।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে (বৃহস্পতি ও শুক্রবার) দক্ষিণবঙ্গের বাকি অংশেও মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বাকি জেলাগুলো ভিজবে বিক্ষিপ্তভাবে।
উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়ে গিয়েছে। আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে হবে তুমুল ঝড়। ফলে ধস নামতে পারে বলে আশঙ্কা।