অপেক্ষা আর মাত্র তিনদিনের। তবে যার জন্য এই বছরভর অপেক্ষা, সেই পুজো নিয়েই এবার দুশ্চিন্তায় বাঙালি। দুর্গাপুজোর এক সপ্তাহ আগে থেকেই বাঙালি জীবনে 'ভিলেন' হয়ে উঠেছে বৃষ্টি। তৃতীয়াতে আবহাওয়া দফতরের পূর্বাভাসে পুজোর আনন্দ কিছুটা মলিন হতে পারে বঙ্গবাসীর। পুজোয় কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথাই শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- দশ হাজার শিশি ভর্তি ‘মানুষের মল’ পৌঁছল গান্ধীজির সবরমতী আশ্রমে
মঙ্গলবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কাছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া দুটি নিম্নচাপ দুর্বল হওয়ার কারণে কমবে বৃষ্টির পরিমাণ। পঞ্চমী পর্যন্ত ঠিক থাকবে আবহাওয়া। তবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি নবমী, দশমীতে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- বাংলায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়াব: শাহ
বিগত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ক্রমশই চওড়া হচ্ছিল। এদিনের পূর্বাভাসে চিন্তা বাড়ল বৈকি কমল না। পুজোতে প্রায় প্রত্যেকদিনই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও সেই বৃষ্টির স্থায়ীত্ব হবে দশ থেকে পনেরো মিনিট। তবে সেই চিন্তায় আর শঙ্কিত নয় বাঙালি হৃদয়। উৎসবপ্রিয় বাঙালি বিক্ষিপ্ত বৃষ্টি মাথায় নিয়েই যে দুগ্গা দর্শনে বেরিয়ে পড়বে, তা বলার উপেক্ষা রাখে না।