গরমে নাজেহাল অবস্থা। বৃষ্টির আশায় হাপিত্যেশ করছেন দক্ষিণবঙ্গবাসী। কবে সদয় হবেন বরুণদেব? এই প্রশ্নই এখন মানুষের মুখে মুখে। শেষ পর্যন্ত অবশ্য আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টিপাত হবে। চলতি সপ্তাহেই ভিজবে কলকাতা।
হাওয়া অফিস জানাচ্ছে যে, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হবে নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা সহ কলকাতায় বইবে ঝোড়ো হাওয়া। বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির আশেপাশেই থাকবে। প্রাণান্তকর অবস্থা বহাল থাকবে।
চৈত্রের শেষ সপ্তাহে প্রখর রোদে পুড়ছে কলকাতাও। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস যে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার, অর্থাৎ বাংলা বছরের শেষ দিন কলকাতায় বৃষ্টি হতে পারে।
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। চলতি সপ্তাহেও তা জারি থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।