অসহ্য গরম শহর কলকাতায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তীব্র তাপপ্রাহ চলতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।
গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এযেন দিল্লি-উত্তরপ্রদেশের মতো গরম। শুষ্ক গরমে জেরবার শহর থেকে জেলা। অসহ্যকর এই গরম থেকে মুক্তি দিতে বৃষ্টি নামবে কবে? সেব্যাপারেই এবার একটা আভাস মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- পাহাড়-জঙ্গলের মাঝে লুকিয়ে জলপ্রপাত, ভ্রমণপ্রিয় বাঙালির নজর কাড়বেই অফবিট এই হিল স্টেশন
আগামী ২২ এপ্রিল হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ওই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া জেলায়। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তির আশা বেশ কম।
আরও পড়ুন- নিয়োগ কেলেঙ্কারি! আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে শীঘ্রই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পঙে আজ এবং কাল হালকা বৃষ্টি হতে পারে। ২০ এপ্রিল থেক উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।