দাবদাহে ঝলসে যাচ্ছে বাংলা। নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। চাতকের মত বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী। এই পরিস্থিতে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভিজবে দক্ষিণবঙ্গের কেয়কটি জেলাও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এখনই বৃষ্টি হবে না। তাপপ্রবাহ জারি থাকবে মালদা ও দুই দিনাজপুরে।
গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের। হাওয়া অফিস জানাচ্ছে- আগামী ৪ দিন দক্ষিণের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে পারদ নামবে আগামী শুক্রবারের (২১ এপ্রিল) পর থেকে। তবে স্থানীয়ভাবে পুঞ্জিভূত মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়তে।