IMD Weather Forecast in Bengal: অবশেষে স্বস্তির খবর তাপপ্রবাহে বিধ্বস্ত বঙ্গবাসীর জন্য। আবহাওয়ার বড় কোনও পরিবর্তন না হলে সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে বাংলা। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দেখে তেমনটাই জানিয়েছেন আবহবিদেরা।
আজ, রবিবারও দক্ষিণবঙ্গ জ্বলে-পুড়ে খাক তাপপ্রবাহের জেরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মে মাসের প্রথম দিনও দক্ষিণবঙ্গের ৬টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তবে স্বস্তির খবর, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না। বরং আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের সঙ্গে যুক্ত আবহাওয়াবিদেরাই এই তথ্য জানিয়েছেন। আগামী বেশ কয়েক দিনের আবহাওয়ার গতিপ্রকৃতি সম্পর্কে স্পষ্ট জানা যায়। সেইভাবেই তাঁরা দেখেছেন আগামী রবিবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দখিনা বাতাস ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই দখিনা বাতাসই বাংলায় ঝড়বৃষ্টি আনে।
আরও পড়ুন Kolkata Weather Today: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আরও ভয়ঙ্কর সতর্কবার্তা! এই আবহেই আজ বৃষ্টি কোন কোন জেলায়?
সব ঠিক থাকলে রবিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। যা চলবে অন্তত ৬ মে পর্যন্ত। পরে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে আবহাওয়া দফতর সরকারি ভাবে এখনই এই নিয়ে কোনও ঘোষণা করেনি।