বুধবার বেলা বাড়তেই উধাও রোদ, আকাশ মেঘলা হয়েছিল। গরম থেকে রেহাইয়ে বৃষ্টির জন্য হাহাকার করছেন বঙ্গবাসী। সেই আশা পূরণ হল এদিন। ভিজল শহর কলকাতা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এখনও শহরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েনি। কলকাতা সংলগ্ন দুই ২৪ পরগনা ও হাওড়াতেও বৃষ্টি হচ্ছে।
বুধবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিন দুপুরের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা এবং তার সংলগ্ন দুই জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে এই বৃষ্টি কালবৈশাখী কি না সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি আবহাওয়া দফতর। ত
এদিকে ঘূর্ণিঝড় 'মোচা' উপকূলবর্তী রাজ্যগুলিতে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস জারি মৌসম ভবন। তামিলনাড়ু, ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফকর জানাচ্ছে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা আরও শক্তি সঞ্চার করলে নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সে দিকে নজর রাখা হচ্ছে। যদি ঘূর্ণিঝড় আসে তবে এ সপ্তাহেরর শেষেই তা আসবে। এ জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, 'মোচা' ঘূর্ণিঝড় আসুক বা না আসুক, এই সপ্তাহের শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টি হবে। তে শুক্রবারের পর আবহাওয়ার বদল হতে পারে।