West Bengal Weather Forecast: আজ রথযাত্রার দিনে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে রথযাত্রার দিনে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? আরও বাড়বে বৃষ্টি? এসব নিয়েই রয়েছে আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
কলকাতার ওয়েদার আপডেট
আজ বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। বেলা গড়ালে মহানগরীতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Crime news: ধৈর্যের বাঁধ ভেঙেছিল পঁচাশির বৃদ্ধের! পুত্রবধূকে ঘুমোতে দেখেই ভয়ংকর কান্ড ঘটালেন শ্বশুর
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার টানা বৃষ্টি চলছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট থাকবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Premium: কলকাতা শহরে হাতে টানা রিকশার এখন একমাত্র ‘বিশ্বকর্মা’ শিব ঠাকুর