Advertisment

Weather Update: আগামী দিনকয়েক রোজ একই সময়ে বাম্পার বদল আবহাওয়ায়! ওয়েদারের টাটকা আপডেট জানুন!

West Bengal Weather Update: আবহাওয়া দফতরের পূর্বভাস সত্যি করে দোল পূর্ণিমার বিকেলেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। শুধু বৃষ্টিই নয়, বৃষ্টির পাশাপাশি বেশ কয়েকটি জেলায় প্রবল ঝোড়ো হাওয়ার দাপটও লক্ষ্য করা গিয়েছে। এবার আগামী কয়েকদিনের জন্য বঙ্গের আবহাওয়া নিয়ে আরও এক দুরন্ত আপডেট রইল।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

Weather Update: দোল পূর্ণিমায় (Dol Utsav) বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস সত্যি করে দোলের বিকেলে জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। জোরালো বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে লন্ডভণ্ড পরিস্থিতিও হয়েছে বেশ কয়েকটি জেলায়। আপাতত দিন কয়েক রাজ্যের একাধিক জেলায় দুর্যোগ চলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই দুর্যোগ সব জেলাতেই এক ধরনের হবে না। কোনও কোনও জেলায় বৃষ্টির দাপট থাকতে পারে বেশি, কোথাও আবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আপাতত আগামী কয়েকদিন মূলত বিকেলের দিকেই বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও আগামী কয়েকদিন বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে আগামী কয়েকদিনে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।

আরও পড়ুন- CPM: ভোটের বাংলায় ‘মাস্টারস্ট্রোক’ সিপিএমের, শিহরণ জাগানো প্রযুক্তি ঢাল করে অভিনব প্রয়াস বিমান-সেলিমদের!

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আগামী দিন পাঁচেক তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী দিন কয়েক তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়ে গরমের তীব্র অনুভূতি হতে পারে।

আরও পড়ুন- Sandeshkhali-Rekha Patra: ‘রেখার কাছে ক্ষমাপ্রার্থী, আমাদের ভুল বুঝিয়েছিল’, Viral ভিডিও-য় TMC কি এবার প্যাঁচে?

অন্যদিকে, বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে উত্তরের অন্য জেলাগুলিতেও আপাতত দিন কয়েক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Rekha Patra-Sandeshkhali: ‘বাড়িতে এসে আঙুলে কালি, বলতো ভোট কমপ্লিট!’ সন্দেশখালির ‘কালো দিন’ মনে করালেন রেখা

Weather Report weather update Rainfall in Bengal Weather Forecast rainfall
Advertisment