/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/Second-Hooghly-Bridge.jpg)
Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
Weather Update: দোল পূর্ণিমায় (Dol Utsav) বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস সত্যি করে দোলের বিকেলে জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। জোরালো বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে লন্ডভণ্ড পরিস্থিতিও হয়েছে বেশ কয়েকটি জেলায়। আপাতত দিন কয়েক রাজ্যের একাধিক জেলায় দুর্যোগ চলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই দুর্যোগ সব জেলাতেই এক ধরনের হবে না। কোনও কোনও জেলায় বৃষ্টির দাপট থাকতে পারে বেশি, কোথাও আবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আপাতত আগামী কয়েকদিন মূলত বিকেলের দিকেই বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও আগামী কয়েকদিন বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে আগামী কয়েকদিনে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আগামী দিন পাঁচেক তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী দিন কয়েক তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়ে গরমের তীব্র অনুভূতি হতে পারে।
অন্যদিকে, বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে উত্তরের অন্য জেলাগুলিতেও আপাতত দিন কয়েক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।