Bengal Weather Update: সপ্তাহের প্রথম দিনেই তুমুল বৃষ্টির জোরালো পূর্বাভাস একাধিক জেলায়। আজ সপ্তাহের প্রথম প্রথম দিন ও আগামিকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নিন আজকের লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আজ শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।
কলকাতার ওয়েদার আপডেট
সোমবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। এদিন সকালের দিকে শহর কলকাতায় হালকা বৃষ্টি হয়েছে। বেলা বাড়লেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমা মহানগরীতে। কলকাতায় আজ ভোগান্তি বাড়াতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি।
আরও পড়ুন- Eastern Rail: যুগান্তকারী মাইলফলক স্পর্শ রেলের! এমন অভূতপূর্ব উদ্যোগের ঢালাও প্রশংসা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত বর্ষার বৃষ্টি ভালো পরিমাণ হয়েছে। তবে আগামিকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। অন্তত আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- Premium: সমাজের টিপ্পনীকে থোড়াই কেয়ার, লক্ষ্যে অবিচল থেকে ‘স্বর্গরথ’ চালিয়ে দৃষ্টান্ত কলেজ ছাত্রীর