বৃহস্পতিবার দুপুরের দিকে শহর কলকাতায় কিছুক্ষণের বৃষ্টিও অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে পরিত্রাণ দিতে পারেনি। গতকালের পর আজও দিনভর শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বহাল থাকবে। তবে এরই মধ্যে সুখবরও আছে। বঙ্গোপসাগরে সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল আসতে পারে।
আগামিকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ক্ষেত্রে বড়সড় বদল চোখে পড়তে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। তবে তাতে ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল অর্থাৎ, ২ সেপ্টেম্বর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ঐতিহাসিক সিদ্ধান্ত! উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্বে এবার স্বয়ং রাজ্যপালই
কলকাতায় আগামী রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই বৃষ্টির হাত ধরেই ভ্যাপসা ও অস্বস্তিকর গরমের হাত থেকে মিলতে পারে রেহাই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- বুদ্ধবাবুকে দেখে এলেন নওশাদ, দিয়ে এলেন দেশি কই আর শিঙি মাছ
আগামী রবি ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট যেমন বাড়বে তেমনই কমবে তাপমাত্রা। এবছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপক ঘাটতি থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। তবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।