West Bengal Weather Forecast: ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দিনভর চলবে বৃষ্টি (Rain)। কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি হবে দফায় দফায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এরাজ্যের উপর দিয়েই। এই দু'য়ের জেরে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে। আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (Weather)? এসব নিয়েই রয়েছে আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সকাল থেকে তিলোত্তমা মহানগরীতে মেঘলা আকাশ। আজ দিনভর কলকাতা শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- পাগলা ভোলা খেপেছে! মহেশ্বরের বাহনের তাণ্ডবে তটস্থ ভাতারের গ্রাম
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও পড়ুন- Hilsa: টন টন রুপোলি শস্য উঠল জালে, ইলিশপ্রেমী বাঙালির মুখে হাসি ফুটবে এখবরে