সপ্তাহের প্রথম দিনে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি আজ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
এবছর বর্ষা এগোতে পারে, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এই বর্ষা প্রাক-বর্ষার কিনা তা জানাতে পারেনি আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমানে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদেও। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- টাকার অভাবে থমকেছিলো স্বপ্ন, বাড়ি বন্ধকের ভাবনাও ছিল এভারেস্টজয়ী পিয়ালির
বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। দিনভর এমনই থাকবে আবহাওয়া। তবে বেলা বাড়লে অস্বস্তিও খানিকটা বাড়বে। দুপুরের পর থেকে কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এ বছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে দেশে। অন্তত ৬ দিন বর্ষা ঢুকবে দেশে। কেরল দিয়েই এদেশে বর্ষার আগমন ঘটে। দক্ষিণের এই রাজ্যে এবছর আগামী ২৭ মে বর্ষা ঢুকবে।