রাজ্যে এখন ঘোর বর্ষা। তবে উত্তরবঙ্গে বর্ষা ঝাঁপি খুলে ঢুকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তা হয়নি। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার প্রায় দিন পনেরো পরে দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। দুর্বল মৌসমুী বায়ুর জেরে এখনও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। তবে আজ ছুটির রবিবারে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
সময়ের আগেই এবার রাজ্যে ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার আগে থেকেই লাগাতার বৃষ্টি চলেছে। পরে বর্ষা ঢুকে পড়লে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলি কানায়-কানায় পূর্ণ। এমনকী কোনও কোনও নদীর জলস্তর বিপদসীমা ছুঁয়েছে। পাহাড়ি জেলাগুলিতে লাগাতার বৃষ্টির জেরে ধস নামছে। বর্ষার জেরে লাগোয়া সিকিমেও ধস নেমে আটকে যাচ্ছে রাস্তা। বেড়াতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের।
আরও পড়ুন- কাজ খুইয়ে হাঁড়ির হাল সংসারের, কিডনি বিক্রির ‘বিজ্ঞাপন’ যুবকের
এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মুষলধারে বৃষ্টি এখনও অধরা। মাঝে-মধ্যে হালকা-মাঝারি বৃষ্টি চললেও তা স্থায়ী হচ্ছে না। তবে ভ্যাপসা গরম থেকে রেহাই মিলেছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমেছে।
আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মৌসমুী বায়ু দুর্বল থাকার জেরে এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।