Advertisment

আবহাওয়ার মুডে বিরাট সুইং! ভেস্তে যেতে পারে মহানবমীর প্ল্যানিং? জেনে নিন আজকের ওয়েদার আপডেট

পুজোর শেষলগ্নে নিম্নচাপের গতি কোনদিকে?

author-image
IE Bangla Web Desk
New Update
Durga Puja Weather Forecast West Bengal Kolkata 19 October 2023

দুর্গাপুজোর দিনগুলিতে আবহাওয়ার হালহকিকত জেনে নিন ঝটপট।

আজ মহানবমী! জমজমাট প্রাণের পুজোর আনন্দ কি ভেস্তে দিতে পারে বৃষ্টি? বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজোর শেষলগ্নে উৎসবমুখর বাঙালির মন খারাপের মধ্যেও আজকের এই মহানবমীর স্বাদ চেটেপুটে উপভোগ করতে কোন খামতি রাখতে চাইছেন না তারা। আজ ভোর হতেই ছকে নেওয়া পুজোর প্ল্যান একবার রিভিউ করে দেখার পালা। নবমী মানেই রেস্তোরাঁয় কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া। আর বন্ধুদের সঙ্গে দেদার প্রতিমা দর্শন।  পুজোর শেষলগ্নে নিম্নচাপের গতি কোনদিকে? কী জানাচ্ছে হাওয়া অফিস?  

Advertisment

দুর্যোগের ছায়া দুর্গাপুজোয়। শারোদোৎসবের আনন্দ ভেস্তে দিতে কোমর বাঁধছে নিম্নচাপ। পুজোর মধ্যেই একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর শুরু থেকে এই নবমী সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্তও রোদ ঝলমলে আবহাওয়ায় মণ্ডপে-মণ্ডপে ভিড়। তবে পুজোর মধ্যেই আবহাওয়া দফতর বৃষ্টি নিয়ে যা আপডেট দিল তাতে মন খারাপের পালা শুরু। শীঘ্রই আবহাওয়ার মুডে বিরাট সুইং!

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ায় এই বদলটা চোখে পড়তে পারে নবমীর সকাল থেকেই অর্থাৎ, সোমবার সকাল থেকেই আবহাওয়ার খামখেয়ালির পালা শুরু। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আজ দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারই জেরে পুজোর শেষ দুদিন অর্থাৎ, নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উল্লেখ্য অষ্টমীর রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তা উত্তর দিক ধরে এগিয়ে যেতে শুরু করেছে। ফলে আজ ও আগামী কাল রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রেইনকোট পরে, ছাতা মাথায় নিয়ে ঠাকুর দেখার সময় শুরু আজ থেকেই অন্তত এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

শহর কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোয় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত দিন কয়েক শুষ্ক আবহাওয়া থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়নি।

কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতেও উৎসবমুখর বঙ্গবাসীর কিছু যায় আসে না। অষ্টমীর নিশি শেষে নবমীর ভোরে শহর কলকাতার আনাচে কানাচে মণ্ডপমুখী দর্শকদের উপচে পড়া ভিড়। উৎসবরে আনন্দে সামিল হতে বেলা যত বাড়বে মণ্ডপের ভিড়ও ততই বাড়বে বলে মনে করা হচ্ছে।

Weather Report
Advertisment