এক নাগাড়ে বৃষ্টি উত্তরবঙ্গে, দক্ষিণে চাতকের অপেক্ষার শেষ কবে?

উত্তরবঙ্গের জেলাগুলিতে নাগাড়ে বৃষ্টি চললেও এখনও ঝেঁপে বৃষ্টি অধরা দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে নাগাড়ে বৃষ্টি চললেও এখনও ঝেঁপে বৃষ্টি অধরা দক্ষিণবঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather rainfall forecast 25 july 2022

জেলায়-জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গের জেলাগুলিতে নাগাড়ে বৃষ্টি চললেও এখনও ঝেঁপে বৃষ্টি অধরা দক্ষিণবঙ্গে। দক্ষিণের জেলাগুলিতে এখনও গুমোট ভাব। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে অস্বস্তিকর গরম কাটবে না। এর কারণ হল দুর্বল মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল থাকার কারণেই প্রাক বর্ষার বৃষ্টিরও সেভাবে দেখা মিলছে না। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Advertisment

এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। প্রাক বর্ষার বৃষ্টি যেমন হয়েছে তেমনি বর্ষা ঢোকার পর নাগাড়ে বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গে। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক পর্যটন স্থলে জলমগ্ন দশা। যার জেরে বিপাকে পড়েছেন বহু পর্যর্টক। প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ প্রান্ত।

পার্বত্য এলাকার দার্জিলিং ও কালিম্পং জেলার পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে এই দুই জেলার বিভিন্ন প্রান্তে জল জমার পাশাপাশি ধসও বড়সড় চিন্তার কারণ হয়ে উঠেছে। লাগোয়া সিকিমেও ইতিমধ্যেই বিপজ্জনক আকার নিয়েছে ভূমি ধস। টানা বৃষ্টির জেরে সিকিমের বিস্তীর্ণ এলাকায় রাস্তায় ধস নেমেছে। কয়েক হাজার পর্যটক আটকে পড়েছেন। এছাড়াও বৃষ্টির জেরে উত্তরবঙ্গের প্রায় সব নদীর জলই বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

আরও পড়ুন- ‘অগ্নিপথ’ নিয়ে উপর্যুপরি বিক্ষোভে পিছু হঠল কেন্দ্র, নিয়োগ প্রক্রিয়ায় বিরাট বদল

Advertisment

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে বানভাসি দশা হলেও বরুণদেবের মুখ ভার দক্ষিণে। মৌসুমী বায়ু ঢুকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তা অত্যন্ত দুর্বল। সেই কারণেই নাগাড়ে বৃষ্টি অধরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

তবে আগামী ২৪ ঘণ্টায় কিছুটা হলেও পরিস্থিতির বদল ঘটতে পারে। কারণ, এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে বর্ষার প্রবেশ ঘটতে চলেছে দক্ষিণবঙ্গে। সেই কারণে চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

West Bengal weather update Rainfall in Bengal Weather Forecast