উত্তরবঙ্গের জেলাগুলিতে বরুণদেব সহায় থাকলেও ছিটেফোঁটা বৃষ্টিও নেই দক্ষিণে। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল পরিস্থিতি কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি চললেও বরুণদেব বিমুখ দক্ষিণে। আপাতত বৃষ্টি নিয়ে তেমন কোনও আশার বাণীও শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। বরং আবহাওয়ার সাম্প্রতিকতম গতি-প্রকৃতি দেখে আবহাওয়াবিদদের ধারণা, বৃহস্পতিবার বেলা বাড়লেই আরও অসহনীয় হতে পারে পরিস্থিতি।
ভ্যাপসা গরমে জেরবার গোটা দক্ষিণবঙ্গ। বাড়ি হোক বা বাড়ির বাইরে, অসহনীয় গরমে নাজেহাল পরিস্থিতি জেলায়-জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে এই অস্বস্তি আরও বাড়বে।
আরও পড়ুন- প্রথমদিনের চোখা ভাষণে অনুপ্রাণিত করার আপ্রাণ চেষ্টা! নাড্ডার বচনে জুড়বে বঙ্গ-পদ্ম?
আর্দ্রতাজনিত অস্বস্তিতে কাবু হবে শহর কলকাতা। আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।
উল্টোদিকে, সম্পূর্ণ ভিন্ন ছবি উত্তরবঙ্গের জেলাগুলিতে। সময়ের আগেই উত্তরে বর্ষা ঢুকেছে। বর্ষা আনুষ্ঠানিকভাবে ঢোকার আগে থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের সর্বত্র বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পার্বত্য জেলাগুলির পাশাপাশি তরাই ও ডুয়ার্সের সব জেলাতেই আজ বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।