WB Weather Update: গত রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেড়ে বৃষ্টি চলছে। কালো মেঘে ঢাকা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ। গতরাত থেকে চলা দফায় দফায় বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
এতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি চলছিল। এবার বর্ষার ব্যাটিং শুরু দক্ষিণেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্বে আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বেশি বৃষ্টি হতে পারে।
কলকাতা শহরে শুক্রবার সকাল থেকে বৃষ্টি চলছে। আজ দিনভর তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি পাত চলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃষ্টির হাত ধরে এক ঝটকায় অস্বস্তিকর ভ্যাপসা গরমের অনুভূতি বেশ খানিকটা কমেছে।
আরও পড়ুন- Kolkata Fire: ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলে পুড়ে খাক কারখানা
উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং ও কোচবিহার জেলায়।