Advertisment

ভোট সন্ত্রাসে বিচলিত রাজ্যপাল, নাগরিক স্বার্থে নিলেন যুগান্তকারী পদক্ষেপ!

নাগরিক স্বার্থে এবার চূড়ান্ত উদ্যোগ রাজভবনের।

author-image
IE Bangla Web Desk
New Update
raj bhavan have set up peace room to help people from violence

নির্বাচনী সন্ত্রাসে উদ্বিগ্ন রাজ্যপাল।

নাগরিক স্বার্থে এবার চূড়ান্ত উদ্যোগ রাজভবনের। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলার দিকে-দিকে হিংসার ছবি সামনে এসেছে। ইতিমধ্যেই খুন হয়েছেন বেশ কয়েকজন। নির্বাচনকে কেন্দ্র করে হিংসা ও অশান্তিতে বিচলিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার তাঁরই উদ্যোগে রাজভবনে খোলা হয়েছে 'পিস রুম'। মূলত ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের যে কোনও অভিযোগ এই 'পিস রুমে' জানানো যাবে। অভিযোগ পাওয়ার পরেই সেগুলি রাজ্য সরকার ও নির্বাচন কমিশনে পাঠানো হবে।

Advertisment

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরের দিন থেকেই হিংসার ছবি সামনে আসছে। রাজ্যের জেলায়-জেলায় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র কের গত কয়েকদিন তুমুল অশান্তি হয়েছে। মুর্শিদাবাদের খড়গ্রাম, নওদা উত্তর দিনাজপুরের চোপড়া, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মালদহের সুজাপুরে নির্বাচনকে কেন্দ্র করে হিংসার বলি হয়েছেন সধারণ মানুষ।

ভাঙড়ে মনোয়ন জমাকে কেন্দ্র করে দফায়-দফায় অশান্তি চলে। মারধর, ভাঙচুর, মারামারি, বোমাবাজি, গুলি বাদ যায়নি কিছুই। হিংসা বিধ্বস্ত ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কথা বলেছিলেন স্থানীয়দের সঙ্গে। এরপর গতকাল তিনি গিয়েছিলেন ক্যানিংয়েও। নির্বাচনী সন্ত্রাস চলেছে দক্ষিণ ২৪ পরগনার এই প্রান্তেও।

আরও পড়ুন- ‘ছাড়ব না ছাড়ব না, হবে না হবে না’, ক্যানিং ঘুরে বাংলায় বললেন ‘স্তম্ভিত’ রাজ্যপাল

এলাকা ঘুরে দেখে রাজ্যপাল গতকাল বলেছিলেন, ‘আমি সবটা দেখতে পারিনি। যে সব এলাকায় হিংসার ঘটনা ঘটেছে তার দু-একটা পকেট ঘুরে দেখেছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। যাঁরা হিংসার ঘটনায় আক্রান্ত হয়েছেন তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলেছি। আবার আক্রান্ত পুলিশ অফিসারদের সঙ্গেও কথা হয়েছে আমার। যা দেখেছি তাতে অমি স্তম্ভিত হয়ে গিয়েছি। এ ধরণের গুণ্ডামি ও হিংসার ঘটনা কীভাবে ঘটে চলতে পারে।’

আরও পড়ুন- আবাস যোজনায় তোলপাড় ফেলা অভিযোগ! তৃণমূলের সেই ‘কোটিপতি’ জাহাঙ্গীর পঞ্চায়েতে ফের প্রার্থী

এবার রাজভবনে খোলা হয়েছে 'পিস রুম'। নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানানো যাবে এই পিস রুমে। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের স্বার্থে একটি ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া হয়েছে। ফোন নম্বরটি হল, 03322001641 ও ইমেল আইডিটি হল OSD2w.b.governor@gmail.com ।

Violence West Bengal cv ananda bose panchayat election 2023
Advertisment