scorecardresearch

রাজ-স্তুতি, লতা-সচিনের সঙ্গে মমতার তুলনা বিধায়কের

কেন এমন তুলনা তার ব্যাখ্যাও দিয়েছেন বিধায়ক।

raj chakrobarty compares cm mamata banerjee with lata mangeshkar sachin tendulkar
মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা সারদা’ এবং ‘সিস্টার নিবেদিতা’র সঙ্গে তুলনা হয়েছে। এবার দলনেত্রী মমতার সঙ্গে লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকারের তুলনা টানলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। কেন এমন তুলনা তার ব্যাখ্য়াও দিয়েছেন এই পরিচালক-বিধায়ক।

কী বলেছেন রাজ?

শুক্রবার একটি বিজয়া সম্মিলনীর এক অনুষ্ঠান গিয়েছিলেন রাজ চক্রবর্তী। সেখানেই নেত্রীর প্রশংশায় পঞ্চমুখ ব্যারাকপুরের বিধায়ক। বলেন, ‘কিছু মানুষ মুখ্যমন্ত্রীর নামে কুৎসা, অপপ্রচার করছে বটে, কিন্তু তাতে লাভ হবে না। কারণ, মানুষ সত্যিটা জানেন। যে মানুষটা আমার, আপনার ভালর জন্য দিন রাত ছুটে বেড়াচ্ছেন, তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।’

দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী, সারা ভারতের মধ্যে এমন এক মুখ্যমন্ত্রী, সবচেয়ে বেশি যিনি মানুষের কথা ভাবেন। মমতা যখন কাজ করেন, তখন ভাবেন না সামনের লোকটি কোন রঙের, তিনি সিপিএম না বিজেপি, না কি কংগ্রেস। তিনি জানেন, তাঁকে শুধু মানুষের জন্য কাজ করতে হবে।’

এখানেই থামেননি রাজ। এরপর বলেছেন, ‘যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এঁদের ভগবান পাঠিয়েছে কোনও একটা কারণের জন্য৷ তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য৷ তাঁকে সম্মান করা উচিত৷ আমরা সাধারণ মানুষ, দেশবাসী তাঁকে সম্মান করব৷ সব পেশার মানুষ, সব দলের মানুষ মাথা নিচু করে একজনকেই সম্মান করে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়৷যে মানুষটা দিন রাত আমার আপনার ভাল থাকার জন্য দৌড়ে বেড়াচ্ছে, তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে৷ পারছে? পারছে না৷’

রাজ চক্রবর্তীর স্তুতির পাল্টা এদিন সিউড়িতে বলেন, ‘লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরকে নিয়ে আনরা ভারতীয়রা গর্ববোধ করি। গুসকরার পর থেকে আমি পরিবর্তনটা আঁচ করতে পারছি। মানুষ সুযোগের অপেক্ষায় আছে, পেলেই ঝেঁটিয়ে বিদায় করবে। এরপর কোনও রাজনৈতিক নেতার মূল্যায়ণের প্রয়োজন নেই।’

উল্লেখ্য, তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলেছিলেন, ‘সংখ্যাতত্ত্বের হিসাব সারদা মায়ের মৃত্যু ও মমতার জন্মের সময়কাল সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। মমতাই মা সারদা, তিনিই ফোলেন্স নাইট্যাঙ্গেল, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই দুর্গা। অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে যাঁর জন্ম হয় তিনিই যুগেযুগে তিনিই নবরূপে উন্মোচিত হন, দেশে-দেশে, কালে-কালে।’

বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের দাবি, ‘আমরা ভগিনী নিবেদিতাকে দেখিনি, তাঁর কাজ সম্পর্কে শুনেছি। আমরা শুনেছি যে ভগিনী নিবেদিতা মানুষের সেবা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেরকমই আমরা বর্তমানে এমন একজন নেত্রীকে দেখতে পাচ্ছি যিনি মানুষের সেবা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আমরা ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Raj chakrobarty compares cm mamata banerjee with lata mangeshkar sachin tendulkar