Advertisment

রাজীব কুমারকে আপাতত গ্রেফতার নয়: কলকাতা হাইকোর্ট

আপাতত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতার করা যাবে না। জানাল কলকাতা হাইকোর্ট। তবে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে রাজীব কুমারকে।

author-image
IE Bangla Web Desk
New Update
rajeev kumar, রাজীব কুমার

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। ছবি: ফেসবুক।

খানিকটা স্বস্তি পেলেন রাজীব কুমার। আপাতত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতার করা যাবে না। জানাল কলকাতা হাইকোর্ট। তবে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে রাজীব কুমারকে। জিজ্ঞাসাবাদে সব প্রশ্নের উত্তর দিতে হবে কলকাতার প্রাক্তন নগরপালকে, কোনও প্রশ্ন এড়ানো চলবে না। কলকাতার বাইরে যেতে পারবেন না রাজীব। এ মামলার পরবর্তী শুনানি ১২ জুন। গরমের ছুটির পর হাইকোর্টে বিস্তারিত শুনানি হবে।

Advertisment

উল্লেখ্য,  সিবিআইয়ের নোটিস খারিজের আবেদন জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন জানান রাজীব কুমার। সারদাকাণ্ডে রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নোটিস পাঠায় সিবিআই। সেই নোটিস খারিজের আর্জি এদিন জানান কলকাতার প্রাক্তন নগরপাল। এর আগে গত সোমবারই সিবিআই দফতরে রাজীবকে তলব করা হয়েছিল। কিন্তু সেদিন সিজিওতে হাজিরা দেননি রাজীব। সিআইডির তরফে সিবিআইকে জানিয়ে দেওয়া হয়, বারাণসীতে ৬ দিনের ছুটিতে রয়েছেন বর্তমান এডিজি সিআইডি রাজীব। সিবিআইয়ের কাছে হাজিরার জন্য বাড়তি সময়ও চান এই দুঁদে আইপিএস।

আরও পড়ুন: ছুটি নিয়ে বারাণসীতে রাজীব কুমার, সিবিআইকে জানাল সিআইডি

গত রবিবার সন্ধেয় কলকাতায় লাউডন স্ট্রিটে রাজীবের বাসভবনে হানা দেন সিবিআইয়ের আধিকারিকরা। লাউডন স্ট্রিটের পাশাপাশি পার্ক স্ট্রিটে ডিসি সাউথের অফিস ও ভবানী ভবনে যায় সিবিআই দল। রাজীবকে তলবের নোটিস দেয় সিবিআই। রাজীবের বিরুদ্ধে ইতিমধ্যেই লুকআউট নোটিস জারি করা হয়েছে।

প্রসঙ্গত, রাজীব কুমারের আইনি সুরক্ষার মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজীবকে সাত দিনের আইনি সুরক্ষার সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানান কলকাতার প্রাক্তন নগরপাল। কিন্তু আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা দেওয়া হয়নি বলেই আবেদনটি বাতিল করে দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৬ মে সারদা মামলায় রাজীব কুমারের গ্রেফতারের অন্তর্বতী রক্ষাকবচ সরিয়ে নেয় সুপ্রিম কোর্ট। ফলে কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেফতার করতে আর কোনও বাধা নেই সিবিআইয়ের।

এদিকে, সারদাকাণ্ডের তদন্তে আজ ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি আইপিএস অর্ণব ঘোষ। এদিন সকাল ১০টার পর সিজিও কমপ্লেক্সে আসেন এসএস সিআইডি অর্ণব ঘোষ। সিবিআই দফতরে আনা হয়েছে দুই ট্রাঙ্ক ভর্তি নথি। উল্লেখ্য, বুধবার অর্ণব ঘোষকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

Read the full story in English

kolkata news cbi
Advertisment