/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/cp-759.jpg)
প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। ফাইল ছবি
রাজীব কুমারের আগাম জামিনের ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হয়ে গেল বারাসাত কোর্টে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা দেওয়া হয়নি বলেই আবেদনটি বাতিল হয়েছে বলে জানা যায়। শুক্রবার বিকেল চারটে নাগাদ বারাসাত কোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আইনজীবি এই আবেদন জমা দেন।
প্রসঙ্গত এদিন সকালেই চরম বেকায়দায় পড়ছিলেন রাজীব কুমার। আইনি সুরক্ষার মেয়াদবৃদ্ধি নিয়ে রাজীব কুমারের আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। আইনি সুরক্ষার সময় বাড়ানোর আবেদন নিয়ে এদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। উল্লেখ্য এর আগে রাজীবকে ৭ দিনের আইনি সুরক্ষার সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই সময়সীমা আজই শেষ হয়েছে।
Saradha chit fund scam: Supreme Court refuses to entertain the plea of former Kolkata Police Commissioner Rajeev Kumar, seeking protection from arrest by CBI till concerned jurisdictional court in West Bengal decides his anticipatory bail plea. pic.twitter.com/dLsQSZHZLV
— ANI (@ANI) May 24, 2019
আরও পড়ুন: বেকায়দায় রাজীব কুমার, গ্রেফতারির রক্ষাকবচ প্রত্যাহার সুপ্রিম কোর্টের
শুক্রবার এ মামলায় সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, ‘‘আপনি (রাজীব কুমার) কলকাতা হাইকোর্টে যান। পশ্চিমবঙ্গে কোনও আদালতে ছুটি চলছে না’’। প্রসঙ্গত, বাংলায় আইনজীবীদের ধর্মঘট চলছে, এ যুক্তি দেখিয়েই আইনি সুরক্ষার সময় বাড়ানোর আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কলকাতার প্রাক্তন নগরপাল।
Supreme Court says, "You (Rajeev Kumar) can go to Calcutta High Court or trial courts as they are functional. There is no vacation there (in courts of West Bengal). Seek appropriate remedy," https://t.co/mrhUIP935k
— ANI (@ANI) May 24, 2019
উল্লেখ্য, গত শুক্রবার সারদা মামলায় রাজীব কুমারের গ্রেফতারের অন্তর্বতী রক্ষাকবচ সরিয়ে নেয় সুপ্রিম কোর্ট। ফলে কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেফতার করতে আর কোনও বাধা রইল না সিবিআইয়ের। তবে আইনি পদক্ষেপের জন্য রাজীব কুমারকে ৭ দিনের সময় দেয় আদালত। ফলে গত শুক্রবারের পর থেকে ৭ দিনের মধ্যে রাজীবকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, এমনই নির্দেশ দিয়েছিল আদালত। আইনি সুরক্ষার সময় না বাড়ায়, রাজীবের গ্রেফতারির আশঙ্কা বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। হিসেব মতো, আজই রাজীবের আইনি সুরক্ষার সময় শেষ হচ্ছে, ফলে রাজীবকে হেফাজতে নিতে চাইলে তৎপর হতে পারে সিবিআই।