ফের রাজীব কুমারের স্বস্তি, গ্রেফতারির রক্ষাকবচের মেয়াদ বাড়ালো হাইকোর্ট

আগামী ২০ অগাস্ট পর্যন্ত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আগামী ২০ অগাস্ট পর্যন্ত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
rajeev kumar, রাজীব কুমার

রাজীব কুমার।

আবারও গ্রেফতারি থেকে স্বস্তি পেলেন রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়ালো কলকাতা হাইকোর্ট। আগামী ২০ অগাস্ট পর্যন্ত রাজীবকে গ্রেফতার করা যাবে না। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার রাজীবকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। শেষবার রাজীবকে ২ সপ্তাহের জন্য অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছিল। আগামী ১৯ অগাস্ট এ মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: নাটকীয় ইস্তফা, পার্থর বাড়িতে বৈশাখী

Advertisment

উল্লেখ্য, সারদার পাশাপাশি রোজভ্যালি মামলাতেও নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন নগরপালের। রোজভ্যালি কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে রাজীবকে তলব করে সিবিআই। সেই তলবের প্রেক্ষিতে গতকাল সিবিআইকে চিঠি দেন রাজীব। কলকাতার প্রাক্তন নগরপালের সেই চিঠি সিবিআই দফতরে নিয়ে যান সিআইডির দুই প্রতিনিধি। সিবিআইয়ের কাছে এক মাস সময় চেয়েছেন রাজীব। উল্লেখ্য, লোকসভা ভোটের পর সারদা-রোজভ্যালি মামলার তদন্তে জোর তৎপরতা শুরু করেছে সিবিআই-ইডি।

আরও পড়ুন: মুকুলকে ফের টেক্কা, বনগাঁ পুরসভাও ‘পুনরুদ্ধার’ করল মমতা বাহিনী

Advertisment

প্রসঙ্গত, সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এ নিয়ে বিস্তর টানাপোড়েন চলে। শেষমেশ জুন মাসে সিজিও দফতরে গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেন রাজীব কুমার। সেদিন প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবকে। এর আগে, শিলঙে জিজ্ঞাসাবাদের পর রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া হয়ে ওঠে সিবিআই। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এ মামলায় রাজীব কুমারের গ্রেফতারির ‘রক্ষাকবচ’ সরিয়ে নেয় শীর্ষ আদালত। তবে কলকাতার প্রাক্তন নগরপালকে ৭ দিনের আইনি সুরক্ষা দেয় আদালত। রাজীবের সেই সুরক্ষার মেয়াদ আগেই শেষ হয়েছে।

kolkata news cbi