অবশেষে সন্ধান মিলল রাজীব কুমারের। বারাণসীতে ৬ দিনের ছুটিতে রয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সে কারণেই আজ সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারবেন না রাজীব। এ কথা চিঠি মারফৎ সিবিআইকে জানাল সিআইডি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ফোনে রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি সিবিআই। এমনকি রাজীব কোথায় ছিলেন, সে নিয়েও ধোঁয়াশা ছিল বলে খবর।
প্রসঙ্গত, আজ সকাল ১০টা নাগাদ সারদা কাণ্ডের তদন্তে রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই। এর আগে রবিবার সন্ধেয় কলকাতায় লাউডন স্ট্রিটে রাজীবের বাসভবনে হানা দেন সিবিআইয়ের আধিকারিকরা। লাউডন স্ট্রিটের পাশাপাশি পার্ক স্ট্রিটে ডিসি সাউথের অফিস ও ভবানী ভবনে যায় সিবিআই দল। রাজীবকে তলবের নোটিস দেয় সিবিআই। এদিকে, ভোট মিটতেই এডিজি সিআইডি পদে রাজীবকে ফিরিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: সিজিওতে রাজীব কুমারকে তলব সিবিআইয়ের
সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান সিআইডি ডিএসপি মধুসূদন ঘোষ ও ইন্সপেক্টর অভিজিৎ মুখোপাধ্যায়। গতকাল রাজীব কুমারকে দেওয়া নোটিসের জবাব দিতেই এদিন এই চিঠি সিবিআইকে দেয় সিআইডি। সিআইডির এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘‘উনি (রাজীব কুমার) বারাণসীতে ৬ দিনের ছুটিতে রয়েছেন’’।
উল্লেখ্য, রবিবারই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সুপারিশেই রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়, যার উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট ব্যক্তির দেশ ছেড়ে যাওয়া আটকানো। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ২৩ মে, ২০২০ পর্যন্ত, অর্থাৎ আগামী এক বছর, দেশ ছাড়তে পারবেন না রাজীব কুমার।
প্রসঙ্গত, রাজীব কুমারের আইনি সুরক্ষার মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজীবকে সাত দিনের আইনি সুরক্ষার সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই সময়সীমা শেষ হয়েছে গত শুক্রবার। এরপরই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানান কলকাতার প্রাক্তন নগরপাল। কিন্তু আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা দেওয়া হয়নি বলেই আবেদনটি বাতিল করে দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৬ মে সারদা মামলায় রাজীব কুমারের গ্রেফতারের অন্তর্বতী রক্ষাকবচ সরিয়ে নেয় সুপ্রিম কোর্ট। ফলে কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেফতার করতে আর কোনও বাধা নেই সিবিআইয়ের। তবে আইনি পদক্ষেপের জন্য রাজীব কুমারকে সাত দিনের সময় দিয়েছিল আদালত।
Read the full story in English