রাজীব কুমার মামলার শুনানি ফের পিছোল সুপ্রিম কোর্ট। আগামী ৩০ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। প্রসঙ্গত, সারদাকাণ্ডের তদন্তে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায় সিবিআই। এজন্য রাজীব কুমারের গ্রেফতারির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জিও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআইয়ের আর্জির প্রেক্ষিতে রাজীব কুমারের জবাব তলব করে শীর্ষ আদালত। গত সপ্তাহেই হলফনামা দিয়ে কলকাতার প্রাক্তন নগরপাল এবং বর্তমান সিআইডি-র শীর্ষকর্তা জানান, তিনি তদন্তে সহযোগিতা করছেন। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজনীয়তা নেই।
আরও পড়ুন: মুকুল-বিজয়বর্গীয়ের ইশারায় কাজ করছে সিবিআই, বিস্ফোরক রাজীব কুমার
প্রসঙ্গত, এর আগে সারদাকাণ্ডের তদন্তে সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন কলকাতার প্রাক্তন পুলিশ। দুই বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়ের ইশারাতেই কাজ করছে সিবিআই, এমন অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজীব। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামাও জমা দেন কলকাতার প্রাক্তন নগরপাল।
শিলংয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার ভিডিও পেশ করুক সিবিআই, এই আবেদনও সর্বোচ্চ আদালতে জানান রাজীব কুমার। পাশাপাশি, সিবিআই শিলংয়ে তাঁর যে বয়ান নথিবদ্ধ করেছে, তাও তাঁর হাতে তুলে দেওয়ার আর্জি জানান রাজীব।