Advertisment

মুকুল-বিজয়বর্গীয়ের ইশারায় কাজ করছে সিবিআই, বিস্ফোরক রাজীব কুমার

বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়ের ইশারাতেই কাজ করছে সিবিআই, এমন অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজীব।

author-image
IE Bangla Web Desk
New Update
rajeev kumar, mukul roy, kailash vijaybargiya, রাজীব কুমার, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়

রাজীব কুমার, মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়।

সারদাকাণ্ডের তদন্তে সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়ের ইশারাতেই কাজ করছে সিবিআই, এমন অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজীব। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিলেন কলকাতার প্রাক্তন নগরপাল।

Advertisment

আরও পড়ুন: ফের পিছিয়ে গেল রাজীব কুমার মামলার শুনানি

প্রসঙ্গত, এর আগে সারদাকাণ্ডের তদন্তে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। কলকাতার প্রাক্তন সিপিকে গ্রেফতারের অনুমতি চেয়ে দেশের শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের আর্জির প্রেক্ষিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের থেকে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। রাজীবকে এ নিয়ে নোটিসও দেয় আদালত।

শিলংয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার ভিডিও পেশ করুক সিবিআই, এই আর্জিই সর্বোচ্চ আদালতে রাখেন রাজীব। পাশাপাশি সিবিআই যে বয়ান নথিবদ্ধ করেছে, তাও তাঁর হাতে তুলে দেওয়ার আর্জি জানান রাজীব। এ মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ এপ্রিল।

সারদা মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ করে আসছে সিবিআই। ফেব্রুয়ারিতে সারদাকাণ্ডের তদন্তে রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। যে ঘটনার পরই এ মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে শিলংয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেন কলকাতার তৎকালীন নগরপাল। টানা ৫ দিন ধরে রাজীবকে শিলংয়ে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

supreme court cbi
Advertisment