দ্বন্দ্ব ভুলে মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়

'আজ কোনও রাজনীতির কথা বলব না। আমি তাঁকে সম্মান করি। উনি আমার নেতা। আমি চাই দ্রুত সুস্থ হয়ে মন্ত্রী কাজে ফিরুন।'

'আজ কোনও রাজনীতির কথা বলব না। আমি তাঁকে সম্মান করি। উনি আমার নেতা। আমি চাই দ্রুত সুস্থ হয়ে মন্ত্রী কাজে ফিরুন।'

author-image
IE Bangla Web Desk
New Update

দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। তাঁর বুকে স্টেন বসেছে। সোমবার তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে মন্ত্রিসভায় অরূপবাবুর সদ্য প্রাক্তন সতীর্খ বলেন, ‘এখন ভালোই আছেন মন্ত্রী। আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন।’

Advertisment

তবে সোমবার রাজনীতি নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তৃণমূলের তথাকথিত 'বিদ্রোহী' বিধায়ক রাজীব। বলেন, 'আজ কোনও রাজনীতির কথা বলব না। আমি তাঁকে সম্মান করি। উনি আমার নেতা। তিনি ঘুমিয়ে ছিলেন। দীর্ঘক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। একটি স্টেন্ট বসানো হয়েছে তাঁর। আমি চাই দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন।’ প্রাক্তন বনমন্ত্রী আরও বলেন, ‘কাজের মানুষ, রাজনীতির মানুষ। তাই মানসিক চাপ থাকাটা একেবারেই স্বাভাবিক।'

শাসক শিবিরের হাওড়া জেলার প্রথম সারির এই দুই নেতার মধ্যে রাজনৈতিক তরজা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সরাসরি নাম না করলেও রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের উষ্মার কারণ মূলত অরূপ রায়। যা নিয়ে হাওড়ার তৃণমূলে ভাঙন রেখা স্পষ্ট হয়েছে বলে মনে করা হয়। সম্প্রতি নেতৃত্বে বিরুদ্ধে তোপ দেগে ও মুখ্যমন্ত্রীর 'অসৌজন্যে'র অভিযোগ তুলে কাঁদতে কাঁদতে মন্ত্রিত্ব ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর বিজেপিতে যোগদানের জল্পনাও তুঙ্গে। এই পরিস্থিতিতে দ্বন্দ্ব ভুলে দলের অন্দরের রাজনীতিতে বিরোধী গোষ্ঠী বলে পরিচিত মন্ত্রী অরূপ রায়কে রাজীববাবুর দেখতে যাওয়ার ঘটনা বেশ তাৎপর্যবাহী।

Advertisment

রাজ্যপাল জগদীপ ধনকড়ও সোমবার অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Rajib Banerjee Arup Roy