Advertisment

Rajnath Singh: 'নামেই মমতা, আচার-ব্যবহারে তার বিন্দুমাত্র ছাপ নেই', তৃণমূলনেত্রীকে তুলোধনা রাজনাথের

Lok Sabha Election 2024: রবিবার মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রচারমঞ্চ থেকেই দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসকদলকে তুলোধনা করেছেন বিজেপির এই শীর্ষ নেতা। একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajnath Singh attacks mamata banerjee

Rajnath Singh-Mamata Banerjee: রাজনাথ সিং ও মমতা ব্যানার্জি।

Rajnath Singh at Jalangi: মোদী-শাহের পর এবার রাজনাথ। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে তৃণমূলনেত্রীকে ঝাঁঝালো আক্রমণ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh)। রবিবার মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন BJP-র এই বর্ষীয়ান নেতা। নির্বাচনী সভামঞ্চ থেকে বাংলার আইনশৃঙ্খলার পরিবেশ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) নিশানা করেছেন রাজনাথ।

Advertisment

মমতাকে বিঁধে কী বললেন রাজনাথ সিং?

"মমতাদিদি খাদি পড়েন, আর আড়ালে লুঠ চলছে। চৈতণ্যদেব, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, সুভাষচন্দ্রের বাংলায় মমতার আমলে কী হল? বাংলায় এখন আইনশৃঙ্খলা বলে কিছু নেই। পুরো বাংলাজুড়ে অরাজক একটা পরিবেশ। এখন সাম্প্রাদয়িকতার জন্য বাংলার নাম উঠে আসছে। এখানে ED-CBI তদন্তে এলে গুন্ডারা হামলা চালায়। এখানে আইনশৃঙ্খলা নেই।"

সন্দেশখালি ইস্যুতে রাজনাথ:

"সন্দেশখালির ঘটনা ভারতের নয়, গোটা দুনিয়ার যে দেখেছে সেই বলেছে এটা মানবতার লজ্জা। মমতাদিদি খাদি পড়েন, আর খাদির আড়ালে বাংলায় লুঠ চলছে। এখানে চাকরির পরীক্ষায় দুর্নীতি হচ্ছে। পশ্চিমবঙ্গে সব ক্ষেত্রেই দুর্নীতি। আপনার নামেই শুধু মমতা, আচার-ব্যবহারে মমতা পুরো নষ্ট হয়ে গিয়েছে। আপনার মনের মমতা কোথায় গেল?"

আরও পড়ুন- Abhijit Gangopadhyay-Mamata Banerjee: মমতা কি পদত্যাগ করছেন? বোমা ফাটানো দাবিতে বাংলা আরও গরম করলেন অভিজিৎ গাঙ্গুলি

অন্যদিকে, দার্জিলিঙের BJP প্রার্থী রাজু বিস্তার (Raju Bista) সমর্থনে সভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্টরমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তবে সেই সভা আজ বাতিল হয়ে গিয়েছে। খারাপ আবহাওয়ার কারণে শিলিগুড়ি (Siliguri) থেকে উড়তেই পারেনি শাহের কপ্টার। তবে সভায় না এলেও ফোনে বার্তা দিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: তুফান গতিতে আয় বেড়েছে! তৃণমূলের ‘কৃষ্ণ’ বাঘা-বাঘাদেরও ঘোল খাওয়াবেন

রাজু বিস্তার ফোনে শাহের বার্তা:

"গোর্খাদের পাশে আছি আমরা। কপ্টার খারাপ আবহাওয়ার কারণে যেতে পারিনি। দেশের ইতিহাসে গোর্খাদের বড় অবদান। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র বিজেপিই। মোদিজীর পাশে থাকুন। ২৬ তারিখ রাজু বিস্তাকেই পদ্ম চিহ্নে ভোট দিন।"

rajnath singh tmc bjp loksabha election 2024 Mamata Banerjee
Advertisment