Advertisment

Ram Mandir: 'রামমন্দির অপবিত্র', অযোধ্যা নিয়ে বিস্ফোরক 'শিবধাম' তারকেশ্বরের তৃণমূল বিধায়ক, চরম নিন্দা বিজেপির

মালোচনা করেই ক্ষান্ত হননি বিরোধী দলনেতা। আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Ram Mandir, রাম মন্দির, Ayodhya Ram Mandir, অযোধ্যা রাম মন্দির, ayodhya ram mandir is unholy said tarakeswar tmc Ramendu Sinha Roy, অযোধ্যার রাম মন্দির অপবিত্র বললেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায়ের, ram mandir is unholy said tarakeswar tmc Ramendu Sinha Roy Condem by Suvendu Adhikari, অযোধ্যার রাম মন্দির অপবিত্র তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায়ের মন্তব্যের নিন্দায় শুভেন্দু অধিকারী

ক্যাপশন- রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সপ্রেস ফটো

Ayodhya Ram Temple: স্থায়ী ঠিকানা পেয়েছেন রামলালা। ধুমধাম করে উদ্বোধন করা হয়েছে অযোধ্যার রামমন্দির। যা নিয়ে সরগরম ছিল দেশ। যা আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপির 'মাস্টার স্ট্রোক' বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই আবহে সেই রামমন্দিরকে নিয়েই বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে তৃণমূলের তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায়। নিন্দায় সরব এ রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Advertisment

কী বলেছেন তৃণমূল বিধায়ক?

এ দিন শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তারকেশ্বরের বিধায়ককে বলতে শোনা যাচ্ছে যে, 'ওই যে রামমন্দির তৈরি হয়েছে, আমি মনে করি যে অপবিত্র ওই রামমন্দিরে ভারতবর্ষের কোনও হিন্দু যেন পুজো দিতে না যায়। ওটা শুধু একটা শোপিস তৈরি হয়েছে।'

শুভেন্দুর বক্তব্য-

তৃণমূল বিধায়ক রামেন্দু সিনহা রায়ের বিরুদ্ধে এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল প্রকৃতি। হিন্দুদের আক্রমণ করতে করতে তাদের দুঃসাহস এতটাই বেড়ে গেছে যে এখন তারা ভগবান শ্রী রামের পূণ্যময় মন্দির যা হিন্দুদের পবিত্র পীঠস্থান, সেই মন্দির কে 'অপবিত্র' আখ্যা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক - রামেন্দু সিনহা রায়, যিনি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিও, তিনি বলছেন কি না রাম মন্দির অপবিত্র। তিনি আরও বলেছেন যে কোনও ভারতীয় হিন্দুরই এমন অপবিত্র স্থানে পূজা দিতে যাওয়া উচিত নয়।'

একানেই থামেননি শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারির সুরে বলেছেন, 'আমি শুধুমাত্র ওনার এই অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা করেই বিরত থাকছি না, বরং এমন ঘৃণ্য বিবৃতি দিয়ে সারা বিশ্বের হিন্দুদের অনুভূতিতে আঘাত হানার জন্য এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।'

Ram Temple
Advertisment