/indian-express-bangla/media/media_files/2025/04/06/GbNN7iQAsZzdgjq2lnKt.jpg)
রামনবমীতে মোদী-মমতার শুভেচ্ছা,দিকে দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা, তৃণমূল-বিজেপি তুমুল প্রতিযোগিতা, ছবি-পার্থ পাল
Ram Navami 2025 Updates: আজ রাম নবমী। ধর্মযুদ্ধে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে 'হিন্দুত্ব'কে ঢাল করে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি। সকাল থেকেই রাম নবমী ঘিরে তৃণমূল বিজেপি প্রতিযোগিতা।
এদিন X হ্যান্ডেলে দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাজ্যবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
Ram Navami greetings to everyone! May the blessings of Prabhu Shri Ram always remain upon us and guide us in all our endeavours. Looking forward to being in Rameswaram later today!
— Narendra Modi (@narendramodi) April 6, 2025
Greetings to all on the auspicious occasion of Ram Navami.
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2025
I appeal to all to maintain and uphold the values of peace, prosperity and development of all.
I wish the celebration of the Ram Navami all success, in a peaceful manner.
এদিন সকাল থেকেই রাজ্যের নানান প্রান্তে শুরু হয়েছে রামনবমী উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা। সিউড়ির রাম নবমীর মিছিলে হাজির সাংসদ শতাব্দী রায়। পাশাপাশি শিলিগুড়ির মহাবীর স্থানে রামপুজোয় অংশ নিয়েছেন মেয়র গৌতম দেব। রামনবমী উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় পা মেলালেন মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। বাগবাজারে রামনবমীর পুজোয় রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
অপরদিকে নিউটাউন রাম মন্দিরে অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সনাতনী হিন্দুদের ভয় দেখানোর অভিযোগে সরব অর্জুন। 'নতুন রাক্ষস অস্ত্র দেখে ভয় পাচ্ছে' কটাক্ষ দিলীপ ঘোষের। মধ্য হাওড়ার কদম তলায় রাম মন্দিরের মিছিলে হাঁটলেন বিজেপি নেতা সজল ঘোষ। মেদিনীপুরের গোপগড়ে বাইক ব়্যালি দিলীপ ঘোষের। অপর দিকে নিউটাউনে স্কুটার মিছিলে সামিল লকেট চট্টোপাধ্যায়।
#WATCH | Kolkata, West Bengal | BJP leader Arjun Singh takes part in #RamNavami procession.
— ANI (@ANI) April 6, 2025
Arjun Singh says, "For the last 10 days, Mamata Banerjee has been disrespecting Sanatanis and saying that there will be riots. How can she say that if she is the CM and has the… pic.twitter.com/fcZkJWIyR6
রাজ্যে আজ রামনবমীর শুভক্ষণে রামমন্দিরের শিলান্যাস। নন্দীগ্রামের সোনাচূড়ায় আজ রামমন্দিরের শিলান্যাস করলেন শুভেন্দু অধিকারী। গত ২২ জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দির গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ রামনবমীর দিনই হল রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠান থেকে বিরোধী দল নেতা বলেন, "রাম আস্থার প্রতীক। ঘট প্রতিষ্ঠা করে চলে পুজা পাঠ। মন্দিরের শিলান্যাস করেন নন্দীগ্রামের প্রথম হিন্দু শহীদ স্বর্গীয় দেবব্রত মাইতি'র স্ত্রী শ্রীমত্যা কল্পনা মাইতি। সাড়ে চার বিঘা জমিতে গড়ে উঠবে এই রাম মন্দির। সাধু-সন্তদের উপস্থিতিতে চলছে হোম-যজ্ঞ। একদিকে রাম নবমী, অন্যদিকে নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিস্থাপন অনুষ্ঠান। জেলায় অশান্তি এড়াতে তৎপর পুলিশ৷ মোতায়েন করা হয়েছে বিলাশ পুলিশ বাহিনী।
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য জানিয়েছেন, 'রাম নবমী ও নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিস্থাপনকে ঘিরে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়াররা ও উচ্চ পদমর্যাদার পুলিশ মোতায়েন করা হয়েছে৷ একাধিক গাড়ি রাস্তায় টহল দিচ্ছে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর থাকবে"।