/indian-express-bangla/media/media_files/2025/04/07/NRvNNKnT9ksfxuiq7DEu.jpg)
উত্তর প্রদেশে উত্তেজনা
Ram Navami 2025: রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে বড় ধরণের গণ্ডগোল। প্রয়াগরাজে রাম নবমীর বিকেলে শোভাযাত্রা চলাকালীন বিরাট হট্টগোলের সৃষ্টি হয়। মহারাজা সুহেলদেব সম্মান সুরক্ষা মঞ্চের তরফে আয়োজিত রাম নবমীর শোভাযাত্রা চলাকালীন হিন্দু সংগঠনের বেশ কয়েকজন স্থানীয় গাজি মিঞা দরগার পাশ দিয়ে যাওয়ার সময়ই মাজারে ঢুকে গেরুয়া পতাকা উত্তোলন করেন। ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। ঘটনার খবর পেয়ে অশান্তি আঁচ করে দ্রুত ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর রবিবার বিকেল ৪টায় ২০ জনেরও বেশি হিন্দু সংগঠনের সদস্য দরগায় পৌঁছে স্লোগান দিতে শুরু করেন। দেওয়াল বেয়ে দরগার ছাদে গেরুয়া পতাকা উত্তোলন করে। তিনজন যুবক গম্বুজে উঠে সেখানেও গেরুয়া পতাকা লাগিয়ে দেয়।
এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে, সংগঠনের সদস্যদের 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দেখা যাচ্ছে। গোটা ঘটনাটির নেতৃত্বে ছিলেন মানেন্দ্র প্রতাপ সিং, যিনি নিজেকে সংঘ এবং বিজেপি ঘনিষ্ঠ বলে দাবি করেন। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুসারে , তিনি নিজেকে এলাহাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা হিসেবেও বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন যে দরগাটি সরিয়ে সেখানে একটি হিন্দু মন্দির তৈরি করা হোক এবং স্থানটি হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক।
यूपी : प्रयागराज में हिन्दू संगठन के कार्यकर्ता भगवा झंडे लेकर सैयद सालार गाजी दरगाह की बिल्डिंग पर चढ़े। आपत्तिजनक नारे लगाए। मजार हटाकर मंदिर बनाने की मांग की। ये लोग महाराजा सुहेलदेव सम्मान सुरक्षा मंच से जुड़े हुए हैं। pic.twitter.com/UtXHNq5wI4
— Sachin Gupta (@SachinGuptaUP) April 6, 2025
এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশ প্রশাসন গোটা বিষয়টি তদন্ত করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে।