scorecardresearch

বন্দুক হাতে রাম নবমীর মিছিল! শিবপুরে অশান্তির পর ভিডিও টুইট অভিষেকের, বিজেপিকে তোপ

‘BJP-র দাঙ্গাবাজির ফর্মুলা ফের কাজে লেগেছে’, মমতার পর সোচ্চার অভিষেক

Ram Navami Violence in Howrah: Abhishek Banerjee tweets video proof of arms in procession
শিবপুরে রাম নবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘বিজেপির দাঙ্গাবাজির ফর্মুলা আবার কাজে লেগেছে’, টুইটে ‘রামনবমী’র শোভাযাত্রার একটি ভিডিও পোস্ট করে সোচ্চার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার আগুন ছড়ায় হাওড়ার কাজিপাড়া চত্বরে। পরিকল্পনা করেই এই অশান্তি পাকিয়েছে বিজেপি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার একই ইস্যুতে গেরুয়া দলকে তুলোধনা করে সোচ্চার তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।

এদিন টুইটে একটি ভিডিও পোস্ট করেছেন অভিষেক। ভিডিওটি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিজেপির দাঙ্গাবাজির ফর্মুলা আবার কাজে লেগেছে। সম্প্রদায়গুলিকে একে অপরের বিরুদ্ধে উসকে দিন। হিংসাকে উসকে দিয়ে অস্ত্র সরবরাহ করুন। ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করুন এবং রাজনৈতিক সুবিধা নিন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ায় রামনবমীর শোভাযাত্রা ঘিরে ব্যাপক গন্ডগোল হয়। দফায় দফায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। হাওড়ার ক্যারি রোড সংলগ্ন কাজিপাড়ায় রাম নবমীর মিছিল যাওয়ার সময় গন্ডগোল হয়। দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এই ঘটনায় ৩১ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন মুসলিমদের মমতার বড় বার্তা, ‘শান্ত থাকুন, আমার উপর ছাড়ুন’

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহষ্পতিবার হাওড়ার হিংসায় বিজেপিকে দায়ী করেছেন। তিনি এদিন সংবাদমাধ্যমে বলেন, ‘‘গত ৪৮ ঘণ্টা ধরে আমি হাতজোড় করে অনুরোধ করেছিলাম। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। বিজেপির এটা একটা প্ল্যান ছিল। যেমন করেই হোক দাঙ্গা লাগাতেই হবে। হাওড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। হাওড়ার ওই জায়গায় কেন মিছিল নিয়ে গেছে? পুলিশি ব্যর্থতা একটা ছিলই। সংখ্যালঘুদের এলাকায় ইচ্ছা করেই ওরা ঢুকেছিল। রামজান মাসে ইচ্ছা করে হামলা করেছে। বন্দুক-অস্ত্র নিয়ে গিয়ে সরাসরি হামলা।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Ram navami violence in howrah abhishek banerjee tweets video proof of arms in procession