অযোধ্যায় ২০২৪-এর ২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই আবহেই সংকল্প পূর্তির উৎসবে সামিল ওঙ্কারনাথ মিশন। শ্রীরাম উৎসবের বর্ণাঢ্য আয়োজন করেছে কর্তৃপক্ষ। দেশজুড়ে এই সংস্থার বহু আশ্রম, মঠ ও মিশন রয়েছে।
Advertisment
রাম মন্দিরের উদ্বোধনের আগে বিশেষ এক পরম্পরা পালনে ব্রতী ওঙ্কারনাথ মিশন। পরম্পরা মেনে “গুরু – পাদুকা”- “রাম-পাদুকা” নিয়ে দেশজুড়ে ঘোরা চলছে। আজও সেই “গুরু – পাদুকা, রাম-পাদুকা” যেন তাঁর হৃদয়ে নিয়ে আছেন কিংকর বিঠঠল মহারাজ।
গত মাসে দিল্লির নয়ডায় সেই “গুরু-পাদুকা-রাম পাদুকা”-কে বিশেষ পুজো অর্চনার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পরে সেই অমূল্য পাদুকা ও আসন বিমানে কলকাতায় নিয়ে আসা হয় মহামিলন ওঙ্কারনাথ মঠে।
সেই পাদুকা নিয়ে যাওয়া হয়েছিল ইন্ডিয়ান মিউজিয়ামেও। সেখানে ইন্ডিয়ান মিউজিয়ামের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাধু-সন্তরাও। সারা দেশে রাম নামের মাহাত্ম্য প্রচার ও আগামী প্রজন্মকে রাম নাম ও সনাতন ভারতের ইতিহাস জানাতে রাম- রথ এই 'পাদুকা' নিয়ে ঘুরবে আগামী এক মাস। দেশের প্রায় ৩০ টি শহরে যাবে রাম রথ।