রামের মাহাত্ম্য প্রচারে অভূতপূর্ব উদ্যোগ! 'গুরু-পাদুকা' বুকে জড়িয়ে নজিরবিহীন তৎপরতা

দিল্লির নয়ডায় সেই “রাম পাদুকা”-কে বিশেষ পুজো অর্চনার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

দিল্লির নয়ডায় সেই “রাম পাদুকা”-কে বিশেষ পুজো অর্চনার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ram Rath will travel in 30 cities of the country with Ram Paduka

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে বিশেষ উদ্যোগ।

অযোধ্যায় ২০২৪-এর ২২ জানুয়ারি বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই আবহেই সংকল্প পূর্তির উৎসবে সামিল ওঙ্কারনাথ মিশন। শ্রীরাম উৎসবের বর্ণাঢ্য আয়োজন করেছে কর্তৃপক্ষ।
দেশজুড়ে এই সংস্থার বহু আশ্রম, মঠ ও মিশন রয়েছে।

Advertisment

রাম মন্দিরের উদ্বোধনের আগে বিশেষ এক পরম্পরা পালনে ব্রতী ওঙ্কারনাথ মিশন। পরম্পরা মেনে “গুরু – পাদুকা”- “রাম-পাদুকা” নিয়ে দেশজুড়ে ঘোরা চলছে। আজও সেই “গুরু – পাদুকা, রাম-পাদুকা” যেন তাঁর হৃদয়ে নিয়ে আছেন কিংকর বিঠঠল মহারাজ।

publive-image
Advertisment

গত মাসে দিল্লির নয়ডায় সেই “গুরু-পাদুকা-রাম পাদুকা”-কে বিশেষ পুজো অর্চনার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পরে সেই অমূল্য পাদুকা ও আসন বিমানে কলকাতায় নিয়ে আসা হয় মহামিলন ওঙ্কারনাথ মঠে।

আরও পড়ুন- ফিকে শীতের আমেজ, বৃষ্টির পূর্বাভাস কয়েকটি জেলায়, আবহাওয়ায় তুমুল বদল জানুয়ারির শুরুতেই?

সেই পাদুকা নিয়ে যাওয়া হয়েছিল ইন্ডিয়ান মিউজিয়ামেও। সেখানে ইন্ডিয়ান মিউজিয়ামের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাধু-সন্তরাও। সারা দেশে রাম নামের মাহাত্ম্য প্রচার ও আগামী প্রজন্মকে রাম নাম ও সনাতন ভারতের ইতিহাস জানাতে রাম- রথ এই 'পাদুকা' নিয়ে ঘুরবে আগামী এক মাস। দেশের প্রায় ৩০ টি শহরে যাবে রাম রথ।

Ram Temple West Bengal Ram Mandir