/indian-express-bangla/media/media_files/2025/05/20/S5SBkTeG9CY9p7mFVFM3.jpg)
আবারও জলমগ্ন হয়ে পড়ল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল
Rampurhat Medical College & Hospital: আবারও জলমগ্ন হয়ে পড়ল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল। এক পশলা বৃষ্টিতে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে জল ঢুকে পড়ায় বন্ধ করে দিতে হল সিটিস্ক্যান পরিষেবা। যদিও দু'দিন পর চালু হয়েছে ডিজিটাল এক্সরে বিভাগ, তবুও রোগী এবং তাঁদের আত্মীয়দের ভোগান্তির শেষ নেই।
বৃষ্টিতে অচল জরুরি পরিষেবা
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো বিল্ডিংয়ে অবস্থিত এক্সরে এবং সিটিস্ক্যান বিভাগে বারবার জল ঢুকে পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরে স্থায়ী সমাধান চেয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
হাসপাতালের এমএনভিপি ডাঃ পলাশ দাস বলেন –“বারবার পরিষেবা বন্ধ হওয়ায় আমরা যেমন সমস্যায় পড়ছি, তেমনি রোগীরাও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃতি যেমন দায়ী, আমরাও কম দায়ী নই। বারবার স্বাস্থ্য দফতরকে জানিয়েও কোনও স্থায়ী সমাধান হয়নি।”
তিনি আরও বলেন,“বিভাগ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া কিংবা সুরক্ষা ব্যবস্থা তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু বাস্তবায়ন এখনও হয়নি। আবারও আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
২০১৮ সালে যাত্রা শুরু করা এই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের সময়েই নকশাগত সমস্যার কারণে অল্প বৃষ্টিতেই হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে ইমারজেন্সি বিভাগে পৌঁছাতে এক হাঁটু নোংরা জল পেরোতে হয় রোগী ও পরিজনদের।