minor girl murder: নাবালিকার বস্তাবন্দি পচাগলা দেহাংশ উদ্ধার, অভিযুক্ত শিক্ষকের আইনজীবীর বেনজির সিদ্ধান্ত চর্চায়

Birbhum News: গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। পরে তার বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হয়।

Birbhum News: গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। পরে তার বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হয়।

author-image
Ashis Kumar Mondal
New Update
Rampurhat minor girl murder,  Physics teacher Manoj Pal arrested,  Lawyer Anindya Singh withdraws case,  Child abduction and murder,  Court hearing 26 September  ,Siuri Bar Association,  Humanitarian decision lawyer,  Investigation confirms accused  ,West Bengal crime news  ,Legal ethics and human rights,রামপুরহাট নাবালিকা হত্যা  ,ভৌতবিজ্ঞান শিক্ষক মনোজ পাল গ্রেফতার  ,আইনজীবী অনিন্দ্য সিংহ মামলা থেকে সরে দাঁড়ালেন  ,শিশুপুঙ্গুল অপহরণ ও হত্যাকাণ্ড,  আদালত শুনানি ২৬ সেপ্টেম্বর,  সিউড়ি বার অ্যাসোসিয়েশন,  মানবিকতার খাতিরে আইনজীবীর সিদ্ধান্ত  ,তদন্তে অভিযুক্ত নিশ্চিত  ,পশ্চিমবঙ্গ অপরাধ সংবাদ  ,আইন ও মানবাধিকার

Birbhum News: রামপুরহাটে নাবালিকা ছাত্রীর বস্তাবন্দি দেহ দেহাংশ উদ্ধার নিয়ে এখনও এলাকায় চাঞ্চল্য রয়েছে।

Rampurhat minor girl murder: রামপুরহাটে নাবালিকা খুনে অভিযুক্ত শিক্ষকের হয়ে মামলা লড়তে রাজি হয়েছিলেন। সত্যিটা সামনে আসতেই এবার মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন আইনজীবী অনিন্দ্য সিংহ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৮ অগষ্ট গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি রামপুরহাট থানা এলাকার ওই ছাত্রী।

Advertisment

২০ দিন পরে রামপুরহাট থানা এলাকারই একটি সেচখাল থেকে ১৪ বছরের ওই নাবালিকার বস্তাবন্দি পচাগলা দেহাংশ উদ্ধার হয়। ওই ছাত্রীকে অপহরণ করে খুনের অভিযোগ তার স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ৭ সেপ্টেম্বর রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। তার হয়ে মামলা লড়েন সিউড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্য অনিন্দ্য সিংহ। ২৬ সেপ্টেম্বর অভিযুক্ত শিক্ষককে ফের আদালতে তোলা হবে। ওই দিনও অভিযুক্ত শিক্ষকের হয়ে মামলা লড়ার কথা ছিল তাঁর। কিন্তু রবিবার তিনি ওই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

West Bengal Live News Updates:দেবীপক্ষের শুরুতেই কলকাতায় শুটআউট! গার্ডেনরিচে অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার

Advertisment

তিনি বলেন, 'অভিযুক্ত শিক্ষক রামপুরহাটের এক আইনজীবীর মাধ্যমে আমাকে তাঁর হয়ে মামলা লড়ার অনুরোধ করেন। সেই সময় উনি বলেছিলেন, ছাত্রীটি অশালীন অবস্থায় অন্য একজনের সঙ্গে ধরা পড়ায় বকাঝকা করেছিলেন। পরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বীরচন্দ্রপুর আশ্রমে প্রসাদ খাইয়ে তারাপীঠে জামাপ্যান্ট কিনে দিয়ে বাড়ি পৌঁছে দেন। সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। সেই কথা শুনে আমি মামলা লড়তে রাজি হই। কিন্তু এখন তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলে স্পষ্ট হয়ে গিয়েছে ওই শিক্ষকই একমাত্র অভিযুক্ত। তাই মানবিকতার খাতিরে আমি নিজেকে ওই মামলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ পেশার বাইরে আমিও একজন মানুষ।'

Trawler Accident: মাঝসমুদ্রে বিরাট বিপত্তি! ট্রলার ফেটে হু হু করে জল, শেষমেশ মৎস্যজীবীরা যা করলেন...

তাঁর আরও সংযোজন, 'শিক্ষক প্রথম থেকেই বার বার জানতে চাইছিলেন যদি ছাত্রীকে খুঁজে পাওয়া না যায়, যদি পচাগলা দেহ পাওয়া যায় তাহলে কী হবে? তখন থেকেই মনে সন্দেহ হয়েছিল। সেটাই স্পষ্ট হয়ে গিয়েছে।' 

হুড়মুড়িয়ে কমল দাম! আজ থেকে সবচেয়ে সস্তায় পাবেন কোন কোন প্রোডাক্ট? দেখুন একনজরে

রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল মুখোপাধ্যায় বলেন, 'মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ওই আইনজীবীর ব্যক্তিগত ব্যাপার। আমাদের দেশের বিচার ব্যবস্থায় বিচার পাওয়ার অধিকার সবার আছে। কাউকেই বিনা বিচারে শাস্তি দেওয়া যায় না। সেক্ষেত্রে প্রয়োজনে সরকারিভাবে আইনজীবী দেওয়া হয়ে থাকে।'

police Birbhum Rampurhat Death