Advertisment

যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি, দুরন্ত কায়দায় পুলিশের জালে রানা রায়

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকি চিঠি-কাণ্ডে নাম জড়ানো রানা রায় গ্রেফতার।

author-image
IE Bangla Web Desk
New Update
rana roy arrested who has been accused in sent threatening letter to the registrar of jadavpur

যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোয় অভিযুক্ত গ্রেফতার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি চিঠিতে নাম জড়ানো সেই 'অধ্যাপক' গ্রেফতার। অভিযুক্ত রানা রায়কে গ্রেফতার করল পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে অভিযোগের ভিত্তিতে রানা রায়কে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর ঘটনার যোগ নেই। তবে কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন রানা রায়?

Advertisment

দিন কয়েক আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে একটি হুমকি চিঠি পাঠানো হয় বলে অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীর পাশে দাঁড়িয়ে রেজিস্ট্রারের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে 'অধ্যাপক' রানা রায়ের নামের উল্লেখ ছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করেছিল যাদবপুর থানার পুলিশ। ওই ঘটনায় অভিযুক্ত হিসেবে রানা রায়ের নামই পেয়েছিল পুলিশ।

আরও পড়ুন- উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে যারপরনাই সমস্যা, সমাধানে এতদিনে বিরাট পদক্ষেপ রাজ্যপালের

রবিবার রাতে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। যদিও যাদবপুরের ঘটনায় রানা রায় গ্রেফতার হননি। কলকাতার বেলগাছিয়ার বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে রানাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মহিলা রানা রায়ের বিরুদ্ধে তাঁকে যৌন হেনস্থার অভিযোগ তোলেন।

সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক বছর ধরে রানা তাঁকে যৌন হেনস্থা করেছে বলে পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।

West Bengal Arrested Ju Student Death Jadavpur University
Advertisment