BJP MLA Mukutmani Adhikari joined TMC: নারী দিবস উপলক্ষে তৃণমূলের মিছিলে বড় চমক। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী যোগ দিলেন তৃণমূলে। তাপস রায় বুধবারই যোগ দিয়েছেন বিজেপিতে। তার ২৪ ঘন্টার মধ্যে পদ্ম শিবিরের মতুয়া বিধায়ককে দলে টানল তৃণমূল। যা লোকসভা ভোটের আগে বেশ তাৎপর্যবাহী।
Advertisment
এদিন তৃণমূলের মিছিলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটতে দেখা যাচ্ছে বিধায়ক মুকুটমণি অধিকারীকে। মিছিলের আগে বিজেপি বিধায়কের হাতে জোড়-ফুল পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেন হঠাৎ তৃণমূলে নাম লেখালেন মুকুটমণি? রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়কের জবাব, 'গত কয়েক বছর ধরে রানাঘাটের মানুষ কোনও পরিষেবা পাননি। তাই উন্নয়ের কাজ মানুষের কাছে পৌঁছে দিতেই তৃণমূলে যোগদান করলাম'।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার রানাঘাট থেকে লোকসভা ভোটে বিজেপির টিকিটের দাবিদার ছিলেন এই বিধায়ক। কিন্তু ওই লোকসভায় বিজেপি ফের প্রার্থী করেছেন বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে। যা নিয়ে গোঁসা মুকুটমণির। রানাঘাটের রাজনীতিতে জগন্নাথ আর মুকুটমনির সম্পর্ক সকলের জানা। মনে করা হচ্ছে, প্রার্থী হতে না পেরেই তিনি তৃণমূল যোগদান করছেন এই বিজেপি বিধায়ক।
সরকারি হাসপাতালে চাকরি করার সুবাদে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারী বিজেপির প্রার্থী হতে পারেননি। পরে তিনি চাকরি ছেড়ে বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হন। জিতেও যান। রানাঘাটে লোকসভা কেন্দ্র থেকে এবার তাঁকে তৃণমূল প্রার্থী করে কিনা সেদিকেই এখন নজর।