/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Senco-Gol.jpg)
রানিগঞ্জের নেতাজি সুভাষ বোস রোডের উপর সেনকো গোল্ডের শোরুমে দুঃসাহসিক ডাকাতি
Raniganj Dacoity in Senco Gold Show-room: একেবারে প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ভিড়ে ঠাসা বাজারের মূল জায়গায় সোনার দোকানে ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটে গেল রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ। প্রায় ৯ জনের একটি দুষ্কৃতীর দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখে কাপড় বেঁধে হঠাৎই ঢুকে পড়ে রানিগঞ্জের নেতাজি সুভাষ বোস রোডের উপর সেনকো গোল্ডের শোরুমে।
বন্দুক দেখিয়ে দোকানের কর্মীদের এক জায়গায় বসিয়ে রেখে লুটপাট চালাতে শুরু করে ডাকাতরা। এদিকে ঘটনার খবর পেয়েই রানিগঞ্জ থানা, শ্রীপুর ফাঁড়ি-সহ এলাকার সব পুলিশ ডাকাতদের ধরার জন্য ঝাঁপিয়ে পড়েন। এর ফলে প্রায় ২০-২৫ রাউন্ড দুই পক্ষের গুলি বিনিময় হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এক ডাকাতের গুলিবিদ্ধ হওয়ারও খবর পাওয়া যাচ্ছে, তবে তাঁর সঙ্গীরা তাঁকে তুলে নিয়ে পালিয়ে গেছে বলেই জানা যাচ্ছে।
পুলিশের তৎপরতা এবং বাজারের ব্যবসায়ীদের হইচইয়ে ডাকাতের দল কিছুক্ষণের মধ্যেই দোকান ছাড়তে বাধ্য হয় বলে জানা গেছে। আরও জানা গেছে, বাস মালিক সংগঠনের নেতা সুদীপ রায় এই দোকানটির মালিক। তিনি নিজেও সে সময় দোকানে উপস্থিত ছিলেন বলে অন্য আরেক বাস মালিক জানাচ্ছেন। পুলিশের অনুমান, ডাকাত দল পাঞ্জাবী মোড় হয়ে নিয়ামতপুর লিথুরিয়া রোড ধরে পুরুলিয়ার দিকে পালিয়ে গেছে।
আরও পড়ুন Sealdah Division: শিয়ালদহ শাখার যাত্রীরা এখবর এখনই পড়ুন! ট্রেন চলাচল নিয়ে চূড়ান্ত ঘোষণা রেলের!
জানা গেছে, নিচে মডেল ফার্নিচার, উপরে সেনকো গোল্ডের শোরুম, কিছুটা দূরেই ব্যাংক, শ্রমিক সংগঠনের অফিস ইত্যাদি নিয়ে জমজমাট এলাকা রানিগঞ্জের ওই অঞ্চল। সেখানে একেবারে দিন-দুপুরে ডাকাত দলের হানায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই অত্যন্ত আতঙ্কিত।